পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে সুপার ওভার রোমাঞ্চে জয় পেল বাংলাদেশ।
শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। তাদের হাতে ছিল এক উইকেট। এমন সমীকরণের সামনে ফাহিমা খাতুনের ওপর আস্থা রাখেন নিগার সুলতানা জ্যোতি। এই লেগ স্পিনার ডট দিয়ে ওভার শুরু করেন। দ্বিতীয় বলে দেন এক রান। এক বল ডট দিয়ে আবারও এক রান নেয় পাকিস্তান। শেষ ২ বলে যখন ১ রান প্রয়োজন তখন রান আউট হয়ে যান শেষ ব্যাটসম্যান নাশারা সান্ধু। ফলে ম্যাচটি টাই হয় এবং সুপার ওভারে গড়ায়।


এর আগে মূল ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। জবাবে ১ বল বাকি থাকতে ১৬৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের মেয়েরা।
সুপার ওভারে পাকিস্তানের দেওয়া আট রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ হয় বাংলাদেশের। নাশরা সান্ধুর প্রথম বলেই বাউন্ডারি মারেন সোবহানা মোস্তারি। পরের পাঁচ বলে তাই জয়ের জন্য প্রয়োজন ছিল চার রানের। তাই দেখে শুনে সিঙ্গেল নিয়েই বাকি কাজটা সাড়তে চেয়েছিলেন মেয়েরা। তবে পঞ্চম বলে মোস্তারি স্টাম্পিং ফাঁদে পড়লে জমে যায় লড়াই। শেষ বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার সুলতানা।