নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা রাখলো ইংল্যান্ড

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো ইংল্যান্ড। অল ইউরোপিয়ান ব্যাটেলে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো ইংলিশরা।

আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৩৭.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ১৬০ রানের বড় জয়ে টেবিলের তলানি থেকে সাত নম্বরে উঠে আসলো জস বাটলারের দল।

ডাচদের পক্ষে তিন উইকেট পান ডি লিড। দুটি করে উইকেট পান ফন বিক ও আরিয়ান।

ফল : ইংল্যান্ড ১৬০ রানে জয়ী।