আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উদ্বেগ

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। দেশের এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (এইচআরসি)। সংস্থাটির মেয়াদি পর্যালোচনায় উদ্বেগের কথা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার এ–সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি এইচআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এইচআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভে দমন–পীড়ন চালানো হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজনৈতিক কর্মীদের আন্দোলনেও চলছে দমন–পীড়ন।এ ছাড়া সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের নেতাদের বিচারিক হয়রানি করা হচ্ছে। এমনকি বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা দমনকারী আইন সংস্কারে ব্যর্থতা গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, ২০২৪ সালের শুরুতে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক সহিংসতা, বিরোধী রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার, রাজনৈতিক নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। এ ছাড়া বিক্ষোভ-আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি প্রয়োগ, ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া, পরিবারের সদস্যদের হয়রানি, ভয় দেখানো এবং বেআইনিভাবে আটক রাখার অভিযোগ সামনে এসেছে। এসব নিয়ে মানবাধিকার বিশেষজ্ঞদের যথেষ্ট উদ্বেগ রয়েছে। সূত্র: প্রথম আলো

প্রত্যাখ্যান করে রাস্তায় নামবে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে রাস্তায় নামতে চায় বিএনপি। তাত্ক্ষণিক ঝটিকা মিছিল এবং সড়ক অবরোধের পাশাপাশি তফসিল ঘোষণার পরদিন নির্বাচন কমিশন ঘেরাওয়ের প্রস্তুতি রাখতেও নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ে হরতাল-অবরোধের কর্মসূচিও চলবে। একতরফা তফসিল ঘোষণা হলে আজ বুধবার ইসলামী আন্দোলন নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করার ঘোষণা দিয়ে রেখেছে।
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে বড় তিনটি দলকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। একে ইতিবাচকভাবে দেখছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। তবে এখন আর শর্তহীন সংলাপের পরিবেশ নেই বলেও মনে করছেন তাঁরা।দলের একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া চিঠির একটি আনুষ্ঠানিক জবাব দিতে পারে বিএনপি। সূত্র: কালের কণ্ঠ

সমঝোতা ছাড়াই তপশিল
জনআকাঙ্ক্ষা থাকলেও শেষ পর্যন্ত সমঝোতার কোনো পথ খোলেনি। দেশি-বিদেশি নানামুখী চাপের পরও সম্ভব হয়নি সংলাপ। দেশের দুই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের রাজপথে মারমুখী অবস্থানের মধ্যেই আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) একাধিক সূত্র। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ ভাষণেই তপশিল ঘোষণা করা হতে পারে। এর আগে তপশিল চূড়ান্ত করতে বিকেল ৫টায় কমিশন সভায় বসবে। বৈঠকের পরই সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। নাটকীয় কিছু না ঘটলে আজই তপশিল ঘোষণা অনেকটা নিশ্চিত। এদিকে ইসি কার্যালয়ের সচিব জাহাংগীর আলম বলেছেন, আজ সকাল ১০টায় সংবাদ সম্মেলনে তপশিলের বিষয়ে কমিশনের অবস্থান খোলাসা করবেন। এর আগে গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে বলেছেন, দু-একদিনের মধ্যেই নির্বাচন কমিশন তপশিল ঘোষণা করবে। কিছুদিন ধরে ইসির কর্তারা সুনির্দিষ্ট দিনক্ষণ না বললেও নভেম্বরের প্রথমার্ধে তপশিল এবং জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়ে আসছিলেন। সূত্র: সমকাল

আলোচনার কেন্দ্রে জাতীয় পার্টি
ভোটে গেলে স্যাংশন আসতে পারে : জি এম কাদের ♦ হঠাৎ গেলেন বঙ্গভবনে ♦ ৫৯ জেলা নেতার ৫৭ জনই নির্বাচনে না যাওয়ার পক্ষে

Nagad

হঠাৎ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জাতীয় পার্টি। তিন দলকে যুক্তরাষ্ট্রের চিঠি দেওয়ার পর হঠাৎ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সাক্ষাতের আগে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় নির্বাচনে যাওয়া নিয়ে বিস্তর আলোচনা করেছেন পার্টির তৃণমূলের নেতারা। ৫৯ জেলা নেতার ৫৭ জনই কথা বলেছেন নির্বাচনে না যাওয়ার পক্ষে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে পার্টি চেয়ারম্যানকে। ওই সভাতেই জি এম কাদের বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নির্বাচনে গেলে স্যাংশন আসারও আশঙ্কা রয়েছে। গত রাত ৮টার দিকে জি এম কাদের বঙ্গভবনে প্রবেশ করেন। এক ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করেন তিনি। বঙ্গভবন থেকে বেরিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এটি স্রেফ সৌজন্য সাক্ষাৎ। রাষ্ট্রপতি চা আপ্যায়নের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এর বাইরে কিছু নয়।’ তবে জাতীয় পার্টি সূত্র বলছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সংলাপ ইস্যুতে কথা হয়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই জি এম কাদেরের। তবে আনুষ্ঠানিকভাবে এ কথা স্বীকার করেননি জাতীয় পার্টির নেতারা। সূত্র: বিডি প্রতিদিন।

সুষ্ঠু নির্বাচন নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

দ্বাদশ সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নির্বাচন কমিশনও তফশিল ঘোষণার হুঁইসেল বাঁচানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র তফশিল ঘোষণার আগেই দেশের তিন রাজনৈতিক দলকে চিঠি দিয়ে সংলাপ বসার আহ্বান জানিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও মুক্তভাবে জাতীয় নির্বাচনের ওপর আবারও গুরুত্ব আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা অব্যাহতভাবে বলে আসছি যে, আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং মুক্ত নির্বাচন হওয়া উচিত। তা হতে হবে সহিংসতামুক্ত। তার কাছে ওই সাংবাদিক সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সূত্র: যুগান্তর

সারাদেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিনে পোশাক কারখানার নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ সারা দেশে ১৮১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সূত্র: বণিক বার্তা।

শিশু উন্নয়ন কেন্দ্রটি রুগ্‌ণ
নাম যশোর শিশু উন্নয়ন কেন্দ্র। লক্ষ্য, আইনের আওতায় আসা শিশুদের দক্ষতা উন্নয়ন করে কর্মক্ষম ও উৎপাদনশীল নাগরিক হিসেবে সমাজে পুনর্বাসিত করা। তবে এর কোনোটি বাস্তবায়ন সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, সেখানে আসা শিশুরা পর্যাপ্ত খাবার পাচ্ছে না। ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ শিশু রাখা হচ্ছে সেখানে। ফলে শিশুদের শারীরিক বিকাশ হচ্ছে না। লোকবল-সংকটের কারণে তাদের পরিচর্যা হচ্ছে না ঠিকঠাক। আবার ‘বড় ভাই’ কালচারের কারণে সেখানে নির্যাতিত হচ্ছে শিশুরা। চিকিৎসক না থাকায় ঠিকঠাক চিকিৎসাও পাচ্ছে না তারা। ১৯৯২ সালে পাঁচ একর জমির ওপর যশোর শহরতলি পুলেরহাটে প্রতিষ্ঠিত হয় এ সংশোধনাগার। ২০১৩ সালের শিশু আইন অনুযায়ী এটিকে শিশু উন্নয়ন কেন্দ্রে রূপান্তর করা হয়। যশোর ছাড়াও খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের ৩২টি জেলার শিশু ও কিশোরদের রাখা হয় এই কেন্দ্রে। সূত্র: আজকের পত্রিকা।

সমঝোতা না হলে আরও চাপ
শর্তহীন সংলাপের জোরালো তাগিদ দিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চিঠি দিলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আনুষ্ঠানিক সাড়া মেলেনি। এর মধ্যে আজ তফসিল ঘোষণা করা হতে পারে। ফলে নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকটের সমাধান না করে সরকার নির্বাচনের পথে হাঁটলে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে চাপ আরও বাড়তে পারে। কূটনীতিক ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচনের জোরালো তাগিদ দিয়ে গত সোমবার শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন ডোনাল্ড লু। এ নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার রাতেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী লুর চিঠি পাওয়ার কথা স্বীকার করেন। তবে গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, ক্ষমতাসীন আওয়ামী লীগ চিঠি পাওয়ার কথা স্বীকার করেনি। সূত্র: দেশ রুপান্তর

‘সমঝোতা না হলে আরও চাপ’

রাজনৈতিক অস্থিরতা নিয়ে দৈনিক দেশ রূপান্তর শিরোনাম করেছে, ‘সমঝোতা না হলে আরও চাপ’। এই প্রতিবেদনে বলা হয়েছে, শর্তহীন সংলাপের জোরালো তাগিদ দিয়ে ডোনাল্ড লু চিঠি দিলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আনুষ্ঠানিক সাড়া মেলেনি।এর মধ্যে আজ তফসিল ঘোষণা করা হতে পারে। ফলে নির্বাচন নিয়ে সৃষ্ঠ রাজনৈতিক সংকটের সমাধান না করে সরকাার নির্বাচনের পথে হাঁটলে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে চাপ আরও বাড়তে পারে। কূটনীতিকদের সাথে কথা বলে এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে এই খবরে বলা হয়েছে।তফসিল ঘোষণা নিয়ে সমকালের প্রধান শিরোনাম ‘সমঝোতা ছাড়াই তপশিল’। প্রতিবেদনে বলা হচ্ছে, দেশি বিদেশের চাপ, সেইসাথে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা থাকলেও শেষ পর্যন্ত সমঝোতার কোনো পথ খোলেনি রাজনৈতিক দলগুলোর মধ্যে। দেশের প্রধান দুটি রাজনৈতিক দল যখন রাজপথে মারমুখী অবস্থায় রয়েছে এর মধ্যেই বুধবার দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।নির্বাচন কমিশনের একাধিক সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়ালের বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে।এর আগে তফসিল চূড়ান্ত করতে বিকেল পাঁচটায় কমিশন সভায় বসবে। বৈঠকের পরেই সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।এদিকে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সে বলেছেন, দুই এক দিনের মধ্যেই নির্বাচন কমিশন তাফসিল ঘোষণা করবে। সেক্ষেত্রে জানুয়ারীর প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হবে বলে জানিয়ে আসছিলেন। সূত্র: বিবিসি বাংলা।

তফসিল নিয়ে আসছেন সিইসি, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ
অতীতে রেকর্ড করা ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনাররা জাতীয় নির্বাচনের তফসিল দিলেও এবার সিইসির সেই ভাষণ বিটিভি ও বেতারে ‘সরাসরি সম্প্রচার ‘ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখসহ বিস্তরিত দিনক্ষণ জানা যাবে বুধবার সন্ধ্যায়। এদিন বিকাল ৫টায় নির্বাচন কমিশনের সভা ডাকা হয়েছে। তারপর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কমিশনের মুখপাত্র ইসি সচিব মো. জাহাংগীর আলম বুধবার সকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। অতীতে রেকর্ড করা ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনাররা জাতীয় নির্বাচনের তফসিল দিলেও এবার সিইসির সেই ভাষণ বিটিভি ও বেতারে ‘সরাসরি সম্প্রচার ‘ করা হবে। সূত্র: বিডি নিউজ