চতুর্থ বিয়ে করলেন বিতর্কিত গায়ক নোবেল
আবারও বিয়ে করেছেন বিতর্কিত কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেল। নিজেই ফেসবুকে বিয়ের কথা জানিয়েছেন তিনি। প্রকাশ করেছেন নিজের স্ত্রীর নামও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে জানান, তার স্ত্রীর নাম ফারজানা আরশি। এর আগে রোববার নোবেল ফেসবুকে প্রেমের কথা জানিয়েছিলেন।
এদিকে ফারজান আরশী খুলনার একজন ব্লগার। তার স্বামীও ছিলেন একজন ফুড ব্লগার। তবে এবার এই আরশীকেই বিয়ে করলেন নোবেল। তবে আরশী আগের স্বামীকে ডিভোর্সের পর নোবেলকে বিয়ে করেছেন কিনা তা জানা যায়নি।


এছাড়া কবে কোথায় বিয়ে করেছেন, তাও এখনো জানা যায়নি।
সামাজিক মাধ্যমে স্ত্রী ফারজানার সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠছবি প্রকাশ করেছেন নোবেল। আরশিকে চুম্বনের একটি ছবিও রয়েছে সেখানে। বিয়ের খবরে ভক্তরা নোবেলকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে কেউ কেউ কটাক্ষও করছেন।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অর্থ-আত্মসাৎ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। ৯ নভেম্বর সেই খবরের একটি ভিডিও শেয়ার করে নাদিম ফেসবুকে লিখেছিলেন, ‘এর জন্য মানুষ নাকি এখন পাগল হয়! আগে ভালো থাকা ঠিক ছিল, আর এখন! এখন যে নেশাখোর সে-ই একমাত্র এর জন্য পাগল হবে।’
হয়ত এই ক্যাপশনের মাধ্যমে নিজের স্ত্রী আরশির সঙ্গে নোবেলের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন নাদিম। তবে তাদের বিচ্ছেদ হয়েছে কি না—সেটা প্রকাশ্যে আসেনি।
এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় সালসাবিল মাহমুদের। মাদক না ছাড়ায় চলতি বছরের মে মাসের শুরুতে নোবেলকে বিচ্ছেদের কথা জানান সালসাবিল। একই বছরে ভারতের জি-বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অংশ নিয়ে আলোচনা আসেন গায়ক নোবেল।