অনুমোদন পেয়েছে এসআই ৩৫ ব্যাচ পরিচালনা পর্ষদের কমিটি
বোরবার (৫ নভেম্বর) ৩৫ তম বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) ব্যাচ ২০১৬ এর পরিচালনা পর্ষদের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এ কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি বিএম ফরমান আলী অফিসার ইনচার্জ গুলশান থানা এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিপিএম পিপিএম বার, অফিসার ইন চার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানা।
এতে এসআই হান্নান হোসেন তালুকদারকে সভাপতি এবং মফিজুর রহমান আকাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিত এ কমিটিতে ২০১ সদস্যর মধ্যে ১৪১ সদস্য বিশিষ্ট করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটি স্বাধীনতার স্বপক্ষের শক্তির বলিষ্ঠ হাতিয়ার হিসেবে কাজ করবে মর্মে অঙ্গীকারবদ্ধ। পরে নব নির্বাচিত কমিটি সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি বিতাড়িত ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাদের কমিটির কার্যক্রম শুরু করে।