জাতীয় আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
‘ভাইরাল’ ভিডিও নিয়ে যা বললেন তৃণমূল বিএনপির তৈমুর আলম
‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। দলীয় সূত্রে জানা যায়, আসনটিতে প্রার্থী হওয়া নিয়ে সরকারের সঙ্গে দেনদরবার চলছে তৈমুর আলমের। সরকারের একটি পক্ষ তৈমুরকে এই আসনে প্রার্থী না হতেও বলেছিল। কোন আসনে নির্বাচন করবেন, তা নিয়ে তৈমুর আলম খন্দকারের কথোপকথনের একটি ভিডিও চিত্র সম্প্রতি ভাইরাল হয়। তাতে ফোনের ওপাশ থেকে তৈমুর আলমকে কিছু বলা হয়। সূত্র: প্রথম আলো


মার্কিন শ্রমনীতির লক্ষ্যবস্তু বাংলাদেশ
শ্রম ইস্যুতে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সরকারকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিশন। গত ২০ নভেম্বর দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) মো. সেলিম রেজা স্বাক্ষরিত চিঠিতে এমন আভাস দেওয়া হয়। তবে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশটির শ্রমনীতি বৈশ্বিক। এখানে বাংলাদেশের উদ্বেগের কারণ নেই। গত ১০ বছরে তিনবার শ্রমনীতি সংশোধন হয়েছে। শ্রমবিধি হয়েছে। এ ছাড়া রাজনৈতিক ইস্যুতে শ্রমিকদের ক্ষতি হয়, এমন উদ্যোগ নেবে না যুক্তরাষ্ট্র। শ্রমিকদের অধিকার নিয়ে তারাই কথা বলছে। সূত্র: কালের কণ্ঠ
শক্তি দেখাতে শোডাউন, বিধি লঙ্ঘনের হিড়িক
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক প্রার্থীর মধে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা দেখা যাচ্ছে। প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি নেতাকর্মীর না যাওয়ার নির্দেশনা সত্ত্বেও মিছিল নিয়ে অনেক প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দৃশ্যত বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছেন মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল বুধবার বিশাল গাড়িবহর নিয়ে তিনি এলাকায় যান। শহরের স্টেডিয়ামে রীতিমতো মঞ্চ বানিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। যশোর, নারায়ণগঞ্জ এবং গাজীপুরেও আওয়ামী লীগের প্রার্থীরা বড় ধরনের শোডাউন করেছেন। তবে নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে।আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গতকাল ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরা যান ক্রিকেটার সাকিব আল হাসান। মাগুরায় পৌঁছে তিনি একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে সাকিব দুপুরে জেলার দলীয় কার্যালয়ে সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। সূত্র: সমকাল
ভোটের মাঠে আওয়ামী লীগ ও ১৪ দল
চ্যালেঞ্জে হেভিওয়েট নেতারা
আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীর আসনেই স্বতন্ত্র প্রার্থী * ১৪ দলীয় জোটের শরিক দলের নেতাদের আসনেও একাধিক প্রার্থী
ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে পড়ছেন আওয়ামী লীগ ও ১৪ দলের হেভিওয়েট নেতারা। এর মধ্যে আছেন মন্ত্রী, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী শাসক দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতা এবং জোটভুক্ত দলের শীর্ষ নেতাদের অনেকেই। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া নেতাদের আসনে মাঠে আছেন এক বা একাধিক স্বতন্ত্র প্রার্থী। দলের সাবেক সদ-সদস্য, উপমন্ত্রী, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা চ্যালেঞ্জ জানাচ্ছেন হেভিওয়েট প্রার্থীদের। স্বতন্ত্র বা ডামি প্রার্থীর বিষয়ে কেন্দ্রের নমনীয় মনোভাবের কারণে অনড় অবস্থানে তারা।ইতোমধ্যে মনোনয়নপত্র তুলেছেন এবং জমাও দিয়েছেন অনেকে। একইভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে নৌকার ওপর ভর করে সংসদ-সদস্য হওয়া ১৪ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতাদের। এবার তাদের আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী ঘোষণা করায় বেশ বিপাকে আছেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরা মাঠে থাকবেন নাকি কেন্দ্রের নির্দেশে তারা সড়ে দাঁড়াবেন, নাকি আওয়ামী লীগেরই কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে তাদের বিরুদ্ধে ভোটে লড়বেন-এমন শঙ্কার মধ্যে সময় পার করছেন শরিক দলের নেতারা। ভোটের মাঠে এর যে কোনো একটি থাকলেই শরিক দলের অনেক নেতার জন্য পাশ করে আসা খুব সহজ হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। সূত্র: যুগান্তর
আচরণবিধি নেই কোথাও
অসহায় নির্বাচন কমিশন
দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও সংগ্রহ। মনোনয়নপত্র দাখিল ও সংগ্রহের সময় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনও অনেকটাই অসহায়, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ ছাড়া প্রতীক বরাদ্দের আগে মিছিল-মিটিং নিষিদ্ধ থাকলেও প্রার্থীরা তা মানছেন না। বিভিন্ন নির্বাচনি এলাকায় চলছে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও সভা-শোডাউন। অনেক প্রার্থী নির্বাচনি এলাকায় গাড়িবহর নিয়ে শোডাউন করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বেশি অভিযোগ রয়েছে। অন্যদিকে মনোনয়নপত্র দাখিল করা নিয়ে বিভিন্ন এলাকায় সংঘর্ষও হয়েছে। ককটেল বিস্ফোরণ, গোলাগুলির ঘটনাও ঘটেছে। এদিকে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় আজ বিকাল ৪টায় শেষ হচ্ছে। তবে শেষমুহূর্তে মনোনয়নপত্র দাখিলের সময় পিছিয়ে দেওয়ার জন্য দুটি দল ইসির কাছে আবেদন করেছে। ইসি এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। সূত্র; বিডি প্রতিদিন।
দ্বাদশ সংসদ নির্বাচন
সমমনা ইসলামি দলে মতবিরোধ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে সম্প্রতি ঘোষিত ধর্মভিত্তিক ছয়টি দলের জোট ‘সমমনা ইসলামী দল’-এ মতবিরোধ দেখা দিয়েছে। দলগুলোর মধ্যে মাওলানা জিয়া উদ্দীন ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (খেজুরগাছ), মাওলানা মুহাম্মদ ইসমাইল নূরপুরী ও মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা), মাওলানা আব্দুল বাছিদ আজাদ ও ড. আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস (দেয়ালঘড়ি), বদরুদ্দোজা আহমেদ সুজা ও কাজী আবুল খায়েরের নেতৃত্বাধীন বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন) এবং মাওলানা হারুন ইজহার ও আজিজুল হক ইসলামাবাদীর নেতৃত্বাধীন নেজামে ইসলাম পার্টি (নিবন্ধিত নয়) নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে মত দিয়েছে। শুধু বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ) নির্বাচনে যাওয়ার পক্ষে। সূত্র; দেশ রুপান্তর
রাজস্ব ঘাটতি আরও বেড়েছে, অক্টোবরে হয়েছে ৪,১০০ কোটি টাকা
আমদানি কমে যাওয়াকে অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা।
রাজস্ব আদায় নির্ধারিত লক্ষ্যমাত্রার সাথে তাল মেলাতে পারছে না, ফলে এই ব্যবধান বাড়ছেই। শুধুমাত্র গত অক্টোবর মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ৪ হাজার ১২৩ কোটি টাকা। আগের তিন মাসের প্রায় ৮ হাজার কোটি টাকা ঘাটতির সাথে নতুন এই অঙ্কও যোগ হলো। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)- এর তথ্যমতে, অক্টোবরে ৩১ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার কোটি টাকার কিছু বেশি। রাজস্বের কর্মকর্তারা এজন্য ডলার সংকটের কারণে আমদানিতে বিধিনিষেধের মতো প্রতিকূলতাকে দায়ী করেন, যার ফলে আমদানি কর আদায় ব্যাহত হচ্ছে। অর্থনীতির মন্থর অবস্থার কারণেও অভ্যন্তরীণ রাজস্ব আদায়– প্রত্যাশিত মাত্রার চেয়ে কম হচ্ছে, এবং করফাঁকি রোধে এনবিআরের সীমিত সক্ষমতাও এক্ষেত্রে ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী মাসগুলোতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আরো বেশি হবে। অন্যদিকে বিভিন্ন কারণে অর্থনীতিতে প্রত্যাশিত গতি নেই। ফলে এই ঘাটতি আরো বাড়তে পারে, এবং বছর শেষে নিজস্ব লক্ষ্যমাত্রা তো নয়ই, এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর লক্ষ্যমাত্রা অনুযায়ীও রাজস্ব আদায় করতে সমর্থ্য হবে না এনবিআর। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
জীবাশ্ম জ্বালানিতে বায়ুদূষণের কারণে প্রতিবছর মৃত্যু ৫১ লাখ: গবেষণা
জীবাশ্ম জ্বালানির কারণে বিশ্বে যে পরিমাণ বায়ুদূষণ হয় তার কারণে প্রতিবছর অন্তত ৫১ লাখ মানুষ মারা যায়। সম্প্রতি বায়ু দূষণের সঙ্গে মানুষের মৃত্যুর সম্পর্ক জানতে একটি বড় ধরনের গবেষণা চালানো হয়। সেই গবেষণার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ এ তথ্য জানিয়েছে। গবেষণার নিবন্ধ প্রকাশিত হয়েছে, প্রখ্যাত পিয়ার রিভিউড জার্নাল দ্য বিএমজেতে। এই বিষয়ে এই গবেষণাটিই সবচেয়ে বড় আকারের। আগের গবেষণাগুলোতে ধারণা করা হয়েছিল, জীবাশ্ম জ্বালানির কারণে সৃষ্ট বায়ুদূষণে হয়তো এত বেশি মানুষের মৃত্যু হয় না। তবে এই গবেষণা সেই অনুমানকে ছাপিয়ে গেছে। সূত্র: আজকে পত্রিকা।
নির্বাচন নিয়ে সমঝোতার জন্য আজই কি শেষ দিন?
বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন আজ। ক্ষমতাসীন দল যখন জোর কদমে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে আজ হরতাল কর্মসূচী পালন করছে বিএনপি। নির্বাচন কমিশন আজ মনোনয়নপত্র জমা দেবার সময় বৃদ্ধি না করলে বিএনপি নির্বাচনের বাইরে থাকবে।
অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – বিএনপিকে নির্বাচনে আনতে কিংবা বিএনপি নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক সমঝোতার জন্য আজই কি শেষ দিন?একাধিক নির্বাচন কমিশনার এরই মধ্যে বলেছেন যে বিএনপি নির্বাচনে আসলে তফসিল পিছিয়ে দেবার বিষয়টি চিন্তা করা হবে। সূত্র; বিবিসি বাংলা ্
বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন আজ।
ক্ষমতাসীন দল যখন জোর কদমে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে আজ হরতাল কর্মসূচী পালন করছে বিএনপি।নির্বাচন কমিশন আজ মনোনয়নপত্র জমা দেবার সময় বৃদ্ধি না করলে বিএনপি নির্বাচনের বাইরে থাকবে। অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – বিএনপিকে নির্বাচনে আনতে কিংবা বিএনপি নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক সমঝোতার জন্য আজই কি শেষ দিন? একাধিক নির্বাচন কমিশনার এরই মধ্যে বলেছেন যে বিএনপি নির্বাচনে আসলে তফসিল পিছিয়ে দেবার বিষয়টি চিন্তা করা হবে। গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের লাগাতার লড়াইয়ের পর হওয়া যুদ্ধবিরতি অধিবাসীদের জন্য যেমন স্বস্তি বয়ে এনেছে, তেমনি উদ্বাস্তু শিশুদের জন্যও নিয়ে এসেছে আনন্দের বিরল মুহূর্ত।ইসরায়েল এবং হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি চলছে গত শুক্রবার থেকে। আর এ সুযোগেই এক স্কুল প্রাঙ্গণে বিরল আনন্দে মাততে দেখা গেছে শিশুদেরকে। তারা হাততালি দিয়ে, গেয়ে, খেলে, লাফালাফি করে আনন্দ করেছে। তাদের হাতে ধরা ছিল নানা রঙের কাপড়ে তৈরি একটি প্যারাসুট।যুদ্ধের কারণে গাজার স্কুলগুলো উদ্বাস্তু মানুষদের উপচে পড়া আশ্রয়শিবির হয়ে উঠৈছে। সেখানকার শিশুরা বোমা হামলার ভয়, বাড়িঘর ছেড়ে এসে খাবার, পানি এবং বিদ্যুতের অভাবের মধ্যে দুর্ভোগ পোহাচ্ছে।এমনই এক শিশু লিনার উক্তি, “আমরা যুদ্ধের ভয়ে খুবই আতঙ্কিত।” খান ইউনিসের আবদুল্লাহ সিয়াম স্কুলে খেলাধুলা, নাচ-গানে লিনাও অংশ নিয়েছে। তার গালে আঁকা ফিলিস্তিনের পতাকা। পরনে গোলাপি সোয়েটার। সূত্র: বিডি নিউজ