মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৪

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

ফাইল ছবি

মুন্সিগঞ্জ সদরে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিকে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মোস্তফা জানান, একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ফ্ল্যাটটির সবগুলোর রুম প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে।