চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো মহান বিজয় দিবস
যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো মহান বিজয় দিবস। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের স্মরণে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির উদযাপন শুরু হয়।
এদিন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের নেতৃত্বে বিজয় র্যালি বের করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে চমেবির সেমিনার রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


চমেবির উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার উপস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
আলোচনা সভায় চমেবির মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, বিআইটিআইডির অধ্যাপক ডা. মামুনুর রশীদ, সহকারি অধ্যাপক ডা. লুবানা হোসেন, সহকারি অধ্যাপক ডা. জাকির, চমেবির নির্বাহী প্রকৌশলী ফরহাদ রশীদ, সহকারি রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমীন, সহকারি রেজিস্ট্রার শাহাদাত হোসেন জুয়েল, শাখা কর্মকর্তা ডা. উপল চাকমা, উপ সহকারি প্রকৌশলী এস আই এম সাখাওয়াত হোছাইন, কম্পিউটার অপারেটর মো. শফিকুল আলম সোহেল , রাজ্জাকুল হায়দার চৌধুরী বক্তব্য প্রদান করেন।
মাননীয় উপাচার্য মহোদয় তার বক্তব্যে মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
এছাড়াও আলোচনা সভায় চমেবির সহকারি রেজিস্ট্রার ( প্রশাসন) ও উপাচার্য মহোদয়ের একান্ত সচিব মো. আলাউদ্দিন, সহকারি পরিচালক মো. মিছবাহ ইবনে হাকীম, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক এবিএম মাসুদসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
সারাদিন/১৭ ডিসেম্বর/ আর