দ্বাদশ সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৯৬, প্রত্যাহার ৩৪৭
দ্বাদশ সংসদ নির্বাচনে মোট বৈধপ্রার্থী ১ হাজার ৮৯৬ জন। প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন। রোববার (১৭ ডিসেম্বর) রাতে ইসি সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিল। নির্বাচনে লড়তে মোট ২ হাজার ৭১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে বাছাইয়ে বাতিল হয়েছিল ৭৩১ জনের। আপিল দায়ের করেছিলেন ৫৬০ জন, আপিল মঞ্জুর হয়েছিল ২৮৬ জনের এবং নামঞ্জুর হয়েছিল ২৭৪ জনের। এ ছাড়া মনোনয়ন প্রত্যাহার করেছেন ৩৪৭ জন।


আসন্ন নির্বাচনে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না।
সচিব বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিল আজ।