চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া):
সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোতালেবের গণসংযোগ ও পথসভা
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি সোমবার (১৮ ডিসেম্বর) সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
এরই অংশ হিসেবে সকাল আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার, ফুলতলা, লতা পীরের বাজার, ঘোষের ঘাটা, উত্তর কাঞ্চনায় গণসাক্ষাৎকার, দুপুর ২টায় আমিলাইশ ইউনিয়নের ব্রীজের গোড়া, ডলু কূল হয়ে ব্যাংক মাঠে গণসংযোগ, বকাল ৩টায় খোদারহাট বাজার ও বিকাল সাড়ে ৩টায় একই ইউনিয়নের সরওয়ার বাজারে পথসভা করা হয়েছে। বিকেল ৪ টায় চরতি ইউনিয়নের কাটাখালি ব্রীজ, মফজলের দোকান, খতিবের হাট, দূরদূরী বোর্ড অফিস, তালগাঁও সেন্টার, ঈশ্বর বাবুর হাট, আধার মার্কেট, সুঁইপুরা ও মনু ফকিরহাটসহ চরতি ইউনিয়নে ৪টি পথসভা করা হয়। এম এ মোতালেবের সাতকানিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এ কর্মসূচিগুলো পালিত হয়।


পথসভা ও গণসংযোগে এম.এ মোতালেব বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ দেশের সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। দেশের অন্যান্য স্থানের মত সাতকানিয়ায় উন্নয়ন কার্যক্রম এখনও দৃশ্যমান হয়নি। আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে উন্নয়নের মাধ্যমে সাতকানিয়ার চেহারা পাল্টে দিব।
এ সময় পথসভা ও গণসংযোগের সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোতালেবের প্রধান নির্বাচন সমন্বয়কারী ডা.আ.ম.ম মিনহাজুর রহমান, সাতাকানিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সম্পাদকমন্ডলীর সদস্য নজরুল সিকদার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ কে এম আসাদ, চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান আবু সালেহ, চেয়ারম্যান মোজাম্মেল হক, আমিলাইশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, চরতী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মোস্তাকিম চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংঠনসমূহের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের ভোটারগণ এসময় উপস্থিত ছিলেন।
সারাদিন/১৯ ডিসেম্বর