নির্বাচিত হলে কর্মসংস্থানের দুয়ার খুলে দিব: স্বতন্ত্র প্রার্থী মোতালেব

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মোতালেব সিআইপি বলেছেন, সাতকানিয়া-লোহাগাড়ার অন্তত ১০হাজারের মত লোক আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকুরিতে নিয়োজিত রয়েছেন। আগামী ৭ জানুয়ারী আমার প্রতীক ঈগল মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে কর্মসংস্থানের দুয়ার খুলে দিব এবং এর মাধ্যমে তরুণ ও যুবকদের বেকার সমস্যা সমাধান করব।

মোতালেব শনিবার(২৩ ডিসেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার কেরানীহাট হক টাওয়ার, সাতকানিয়া রাস্তার মাথা, নাপিতের চর, আশেকের পাড়া, গোয়াজর পাড়া, পৌরসভা ২নম্বার ওয়ার্ড সামিয়ার পাড়া, সোনাকানিয়ার হাতিয়ারকূল এলাকায় ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন কালে এ কথা বলেন।

কেরানীহাট এলাকার অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ঢেমশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দীন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মোতালেবের প্রধান নির্বাচনী সমন্বয়ক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, সচিব ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম, চেয়ারম্যান আবু ছালেহ ও কেরানীহাট বাজারের ইজারাদার ও যুবলীগ নেতা মো. নাজিম উদ্দীন।