বেপরোয়া ল্যান্ড ক্রুজার, রাজধানীতে কেড়ে নিল শিশুসহ তিন প্রাণ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

সংগৃহীত ছবি

রাজধানীর খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপ গাড়ি চাপা দিয়েছে পথচারীদের। এতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে বিমানবন্দর সড়ক হয়ে আসা একটি বেপরোয়া ল্যান্ড ক্রুজার গাড়ির ধাক্কায় তারা নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া নামে একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার।

এ বিষয়ে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ বলেন, রাত ৯টার দিকে বিমানবন্দরের দিক থেকে আসা একটি বেপরোয়া ল্যান্ড ক্রুজার গাড়ি ফুটওভার ব্রিজের নিচের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই আট বছরের শিশু ইয়াসিন মারা যায়।

তিনি আরও জানান, আহতদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর জিপ গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।