আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩

ইউক্রেনজুড়ে ১৫৮ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০

ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার সকালে চালানো এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অনেকে। ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, এর আগে ইউক্রেনের এত বেশি সংখ্যক শহরে একযোগে হামলা চালায়নি রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনীর দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গতকাল দেশটির বিভিন্ন এলাকায় আকাশপথে ১৫৮টি হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ১১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে।লম্বা সময় প্রতিরক্ষামূলক অবস্থানে থাকার পর সম্প্রতি ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া। এরই মধ্যে গতকাল এ হামলা চালানো হলো। ইউক্রেন সরকার জানিয়েছে, এদিন দেশটির রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলের লিভ শহর, দক্ষিণাঞ্চলের ওদেসা ও জাপোরিঝঝিয়া এবং পূর্বাঞ্চলের নিপ্রো, খারকিভসহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। সূত্র: প্রথম আলো

ইউক্রেনে ‘সবচেয়ে ব্যাপক’ হামলা রাশিয়ার

ইউক্রেনজুড়ে এক দিনে রেকর্ড পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলাকে সামগ্রিকভাবে সবচেয়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের বিমানবাহিনীর একজন মুখপাত্র। ইউরি ইগনাত নামের ওই মুখপাত্র বলেন, ‘এটি সামগ্রিকভাবে সবচেয়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা।’ তবে গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর দিকের ‘নিরবচ্ছিন্ন ও লাগাতার’ হামলাকে অবশ্য বাদ দিয়েছেন তিনি।এদিকে ইউক্রেনের একাধিক কর্মকর্তা দাবি করেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইউক্রেনে ড্রোন ও কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে বলে গতকাল ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্তত ১৬ জন নিহত হয়েছে। ক্লাইমেনকো জানান, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে পাঁচজন, ওদেসায় দুজন, কিয়েভে দুজন, লাভিভে একজন, জাপোরিঝিয়ায় একজন ও খারকিভে একজন নিহত হয়েছে। এ ছাড়া এসব হামলায় ৯৭ জন আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সূত্র: কালের কণ্ঠ

চীনের প্রতিরক্ষামন্ত্রী হলেন নৌ কর্মকর্তা দং জুন

শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে সম্প্রতি চীনের মন্ত্রিসভায় রদবদল আনা হয়েছিল। গত অক্টোবরে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কাছাকাছি সময়ে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। কয়েক মাস প্রতিরক্ষামন্ত্রীর পদ শূন্য থাকার পর নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো দেশটি। নৌবাহিনীর সাবেক প্রধান দং জুনকে এ পদে নিয়োগ দেওয়া হলো। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির বৈঠকে পর দং জুনকে এ পদে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে- সম্প্রতি চীন সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার পদান্নতি ও কিছু পদে রদবদল এনেছে। চলতি মাসের শুরুর দিকে দং জুন-এর জায়গায় নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান হু ঝংমিং। গত জুলাই মাসে কোনো ব্যাখ্যা ছাড়াই কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সেপ্টেম্বরে খবরে আসে প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর আড়ালে চলে যাওয়ার বিষয়টি। পরে জানা যায়, তিন সপ্তাহ ধরে সাধারণ মানুষের কাছ থেকে অদৃশ্য হয়ে যাওয়া চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে ‘আটক’ করা হয়েছে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সামরিক ও যুদ্ধাস্ত্র ক্রয়ে দুর্নীতির অভিযোগে তিনি তদন্তকারীদের কাছে ছিলেন। তাঁর সঙ্গে আরও আট সামরিক কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত করছে চীনের সামরিক বাহিনীর তদন্ত কমিশন। দেশটির ১০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: সমকাল

Nagad

পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি
মুসল্লিদের ওপর দুর্গন্ধযুক্ত পানি ছিটাল ইসরাইল

গাজা উপত্যকায় ইসরাইলি হামলা দিনদিন বেড়েই চলেছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের শুক্রবারের হামলায় মধ্য গাজার নুসিরাত ও মাগাজি শরণার্থী শিবিরে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। একইদিনে দক্ষিণ গাজার কুয়েতি হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে নিহত হয়েছেন অন্তত ২০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যুগান্তরকে জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় কমপক্ষে ২১ হাজার ৫০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৫ হাজার ৯১৫ জন। শুক্রবারের ইসরাইলি হামলা থেকে প্রাণ বাঁচাতে পালাচ্ছে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি। ছুটছেন দিগবিদিক। রয়টার্স জানিয়েছে, ইসরাইলি বাহিনী যখন উত্তর ও পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছিল তখন কেন্দ্রীয় জেলা বুরেজ, মাগাজি ও নুসিরাতে আশ্রয় নেওয়া হাজার হাজার গাজাবাসী প্রাণ বাঁচাতে ছুটছেন চারদিকে। বেশির ভাগই দক্ষিণ বা পশ্চিমের শহর দেইর আল-বালাহতের পথ পাড়ি দিয়েছেন। পথে পথে প্লাস্টিকের শিট দিয়ে স্থাপন করছেন অস্থায়ী তাঁবু।
ভুক্তভোগী ফিলিস্তিনি উম হামিদ বলেন, আমরা মারাত্মকভাবে ভুগেছি। শীত-বৃষ্টির মধ্যে শিশু-বয়স্কদের নিয়ে আমরা সারা রাত আশ্রয় ছাড়াই কাটিয়েছি। আরেক ফিলিস্তিনি আবদেল নাসের আওয়াদাল্লাহ তার পরিবারকে হারিয়েছেন বলে জানান। বলেন, ‘আমি আমার স্ত্রীকে কবর দিয়েছি। আমার বাচ্চাদের কবর দিয়েছি। তাদের মধ্যে একজন ১৬ বছর বয়সি, অন্যজন ১৮ বছর বয়সি। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না, আমি আমার বাচ্চাদের সকাল ৬টায় কবর দিয়েছি। তখনো তাদের শরীর উষ্ণ ছিল। এ ছাড়া আমার ২ বছর বয়সি ভাগনে, তাকেও কবর দিয়েছি। আমি আমার জীবনে কখনো ভাবিনি যে আমি আমার সন্তানদের কবর দেব। ভেবেছিলাম তারা আমাকে কবর দেবে।’ সূত্র: যুগান্তর

গাজার কেন্দ্রস্থল ছাড়ছেন ফিলিস্তিনিরা
ইসরায়েলি স্থল অভিযান

বিমান হামলার পর এবার গাজার কেন্দ্রস্থলে শরণার্থী শিবিরগুলোতে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। তারা সেখানে নির্দয়ভাবে মানুষ মারছে।জাতিসংঘ বলছে, সেনারা ঢুকে পড়ার কারণে ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছে প্রায় দেড় লাখ ফিলিস্তিনি। প্রত্যক্ষদর্শী এবং হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলের দিকে চলে এসেছে ইসরায়েলি ট্যাংক। ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি তাদের স্থল অভিযান সম্প্রসারিত করেছে মূলত বুরেইজ এবং পার্শ্ববর্তী নুসেইরাত ও মাঘাজি শরণার্থী শিবিরকে টার্গেট করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বোমা হামলায় গাজাজুড়ে বেশকিছু মানুষ নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গত ১১ সপ্তাহের যুদ্ধে গাজায় ২১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে যাদের বেশির ভাগ নারী ও শিশু। ইসরায়েলি সামরিক বাহিনী উপত্যকার একটি বিস্তৃত এলাকা খালি করার ঘোষণা দিয়েছে। এই এলাকার মধ্যে গাজার কেন্দ্রস্থলে থাকা বুরেইজ ও নুসেইরাত শরণার্থী শিবির রয়েছে। এই এলাকার প্রায় ৯০ হাজার বাসিন্দা এবং ৬১ হাজার গৃহহীন বাসিন্দাদের দক্ষিণাঞ্চলের দেইর আল-বালাহ শহরের দিতে যেতে বলা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার জাতিসংঘ হুঁশিয়ার করে বলেছে যে, তাদের আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ দেইর আল-বালাহ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। ৬০ বছর বয়সী ওমার বলেন, তিনি তার পরিবারের আরও কমপক্ষে ৩৫ জন সদস্যদের সঙ্গে বুরেইজ শিবির থেক পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ ভুল করে নামে জমে যাওয়া নদীতে

কোনো উড়োজাহাজ যদি ভুল করে নদীতে নেমে যায় কী হবে বলুন তো? সত্যি কিন্তু এমন একটি ঘটনা ঘটছে রাশিয়ায়। তবে নদীর পানি জমি বরফ হয়ে থাকায় এতে কেউ হতাহতের হননি।রাশিয়ার একেবারে পুবের এলাকায় এ কাণ্ড হয়। সোভিয়েত ইউনিয়ন আমলের এই অন্তোনভ-২৪ উড়োজাহাজটি ৩০ জন যাত্রী বহন করছিল। গত বৃহস্পতিবার পাইলটের ভুলে বিমানবন্দরের কাছে জমে জল বরফ হয়ে যাওয়া এক নদীতে অবতরণ করে। এ সব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে। পোলার এয়ারলাইন্সের এন-২৪ উড়োজাহাজটি নিরাপদে ইয়াকুটিয়া অঞ্চলের জিরিয়ানকার কাছের কোলিমা নদীতে অবতরণ করে। জাহাজটিতে যাত্রীদের পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির এমন পরিস্থিতিতে পড়ার কারণ ছিল এটি পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের ত্রুটি।’ ইস্টার্ন সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রসিকিউটরের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান। পোলার এয়ারলাইনস একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘এন-২৪ উড়োজাহাজটি জারিয়াঙ্কা বিমানবন্দরের রানওয়ের বাইরে অবতরণ করে।’ তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে জানানো হয়। সূত্র: আজকের পত্রিকা ।

উলফার একাংশের সঙ্গে ভারত সরকারের শান্তি চুক্তি

আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার একাংশের সঙ্গে একটি শান্তিচুক্তি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই চুক্তিতে রাখা হয়েছে আসামের সরকারকেও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দু বলছে, শুক্রবার দিল্লিতে এই ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। এই চুক্তির খবর আন্তর্জাতিকভাবেও গুরুত্ব পেয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই চুক্তিকে ‘ঐতিহাসিক চুক্তি’ বলে অভিহিত করেছে।
চুক্তি সই করার সময় ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের (উলফা) একটি অংশের নেতারা উপস্থিত ছিলেন। এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন তারা। এর মধ্য দিয়ে উত্তর-পূর্ব ভারতে উত্তেজনা কমবে বলেই মনে করা হচ্ছে। এমনকি এই চুক্তির বিস্তারিত জানানো হয়নি। তবে এতে অবৈধ অভিবাসন, আদিবাসীদের ভূমির অধিকার ও আসামের উন্নয়নে বিশেষ প্রণোদনার উল্লেখ ছিল বলে জানা গেছে। এ ছাড়া কিছু রাজনৈতিক কিছু ব্যাপারও এতে থাকতে পারে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সূত্র: দেশ রুপান্তর

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দক্ষিণ আফ্রিকার

আড়াই মাসের বেশি সময় ধরে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই জের ধরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গেল দক্ষিণ আফ্রিকা। আনাদোলু এক প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) তেল আবিবের বিরুদ্ধে এ আইনি প্রক্রিয়া শুরু করেছে কেপটাউন। আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অস্থায়ী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে দেশটি। আইসিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ‘গণহত্যা ও যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের’ অভিযোগ তুলে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে দক্ষিণ আফ্রিকা বলছে, উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশকে জাতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।গাজায় ফিলিস্তিনিদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের আনা হয়েছে ওই আবেদনে।আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের দেওয়ানি আদালত। যা দেশগুলোর মধ্যে বিরোধের মীমাংসা করে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা, যা যুদ্ধাপরাধের মতো ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল উভয়ই আইসিজের আওতাধীন। সূত্র: বণিক বার্তা ।

২০২৪ সালে ইউক্রেনের যুদ্ধে যে তিন পরিণতি হতে পারে

ইউক্রেনে সংঘাত তৃতীয় বছরে গড়াতে যাচ্ছে। গত কয়েক মাসে যুদ্ধক্ষেত্রে খুব সামান্যই অগ্রগতি হয়েছে। ২০২৪ সালে এই যুদ্ধ কোন দিকে গড়াবে? যুদ্ধের গতি পরিবর্তন হওয়ার কী কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন যে এ বছরের জুনে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যে অভিযান চালিয়েছিল, তা আশানুরূপ সাফল্য পায়নি। ইউক্রেনের ভূমির প্রায় ১৮% এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।আগামী ১২ মাসে এই যুদ্ধকে ঘিরে কী পরিস্থিতি তৈরি হতে পারে, সে বিষয়ে তিনজন সামরিক বিশ্লেষকের সাথে আলোচনা করে এই প্রতিবেদনটি লেখা হয়েছে।যুদ্ধ চলবে, তবে অনির্দিষ্টকালের জন্য নয়বারবারা জানচেত্তা, ডিপার্টমেন্ট অব ওয়ার স্টাডিজ, কিংস কলেজ লন্ডন
ইউক্রেনে যুদ্ধ শীঘ্রই থেমে যাবে, এমন সম্ভাবনা এখন আগের চেয়ে দুর্বল। গত বছরের এই সময়ের সাথে তুলনা করলে, ভ্লাদিমির পুতিন এখন আগের চেয়েও শক্তিশালী। শুধু সামরিক শক্তির বিচারেই নয়, রাজনৈতিকভাবেও গত বছরের চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছেন রুশ প্রেসিডেন্ট। সূত্র: বিবিসি বাংলা।

ইসরায়েলি বিমান হামলায় ১১ ইরানি সেনা নিহত

সিরিয়ার দামাসকাস আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় ইরানের ১১ সেনা নিহত হয়েছেন। তারা সকলেই ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্য।শুক্রবার এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, বৃহস্পতিবার দামাসকাস বিমানবন্দরে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে যান এ সেনারা। ওই সময় বিমান হামলার ঘটনা ঘটে।এর আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম দক্ষিণ সিরিয়া ও দামাসকাসের কাছে বিমান হামলার তথ্য প্রকাশ করে।ইসরায়েল সিরিয়ায় হামলার ব্যাপারে কখনো কোনো ধরনের তথ্য দেয় না। তবে তারা সব সময় বলে আসছে, ইরানকে কখনোই সিরিয়ায় উপস্থিতি বৃদ্ধি করতে দেবে না ইসরায়েল। সূত্র: বাংলানিউজ