শান্তর অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা হাথুরুসিংহের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সিনিয়র ক্রিকেটার হিসেবে একমাত্র মুশফিকুর রহিম ছিলেন দলে। ওয়ানডে সিরিজ শেষে তিনিও ফিরে আসেন দেশে। লিটন দাসও প্রথম টি-টোয়েন্টির পর ছিটকে যান। বলা যায় এবার নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলটা তুলনামূলক তরুণই। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব নিউজিল্যান্ডে প্রথমবার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় এনে দিয়েছে বাংলাদেশকে।

এই সফরে ওয়ানডে ক্রিকেটে শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে বাংলাদেশকে প্রথমবারের মতো টেস্ট ম্যাচও জিতিয়েছেন শান্ত।

আজ রোববার (৩১ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৭ রানে (ডিএল ম্যাথড) হেরেছে বাংলাদেশ। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে তিনি নাজমুলের অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা করেন। শান্তর নেতৃত্বে সন্তুষ্ট হয়ে ভারপ্রাপ্ত এই অধিনায়ককে এবার ফুলটাইম অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন এই লঙ্কান কোচ।

হাথুরুসিংহে বলেন, ‘আমি মনে করি, তারা (বাংলাদেশের নির্বাচক প্যানেল) এটি ভালোভাবে চিন্তা করবে যে, অবশ্যই এটি বোর্ডের সিদ্ধান্ত; কিন্তু শান্তকে নিয়ে ভালোভাবে ভেবেচিন্তে (অধিনায়ক হিসেবে) দেখার যথেষ্ট প্রমাণ শান্ত দেখিয়েছেন।’

হাথুরু উচ্ছ্বসিত তরুণদের পারফরম্যান্স নিয়ে, ‘আমার মনে হয় ক্রিকেটারদের মানসিকতা, এই তরুণ দলটার কোনও ভয় নেই। তারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে, শান্তর নেতৃত্ব অসাধারণ ছিল। সে টেকটিক্যালি দারুণ ছিল। ক্রিকেটারদের সঙ্গে বার্তায় সে খুব পরিষ্কার ছিল। তাদের কাছে কী চায়, স্পষ্ট করে বলেছে।’

নাজমুল হোসেন শান্ত’র অধিনায়কত্ব মন কেড়েছে হাথুরুসিংহের। তিনি মনে করেন বোর্ড নাজমুলের অধিনায়কত্ব নিয়ে গুরুত্ব দিয়ে ভাববে।

Nagad

‘আমার মনে হয় তারা (বোর্ড) বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে তাকে গুরুত্ব সহকারে নেওয়ার।’