দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৫০ শতাংশ: ইসি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

ঢাকা ১১ আসনের বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরের দিকে ভোট দিয়ে বের হচ্ছে এই আসনের একজন মহিলা ভোটার। ছবি শাহজালাল রোহান ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম চার ঘণ্টায় ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি জানান, ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২০ শতাংশ, খুলনা বিভাগে ২১ শতাংশ, সিলেট বিভাগে ১৮ শতাংশ, রাজশাহী বিভাগে ১৭ শতাংশ, বরিশাল বিভাগে ২২ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ২০ শতাংশ ভোট পড়েছে। তবে, রংপুর বিভাগের তথ্য জানাননি ইসি সচিব।

রোববার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব।

এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খান।

এর আগে, আজ রোববার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।