প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাল ভারত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

প্রণয় ভার্মা ও শেখ হাসিনা। সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

আজ সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ অভিনন্দন জানান তিনি।

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্ত্রী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও বঙ্গবন্ধুর নাতনী সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও ক্ষমতায় আসা নিশ্চিত করল আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার ক্ষমতায় বসতে যাচ্ছে দলটি।
এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ।রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারিভাবে প্রাপ্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা জয়ী হয়েছেন ২২২টি আসনে। অন্যদিকে ৬২টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়া জাতীয় পার্টির প্রার্থীরা ১১টি আসনে বিজয়ী হন। যে ২৬ আসনে আওয়ামী লীগ লাঙ্গলকে ছাড় দিয়েছিল, তার মধ্যে ১৫টি তারা খুইয়ে বসেছে। তাছাড়া সমঝোতার বাইরে কোনো আসনে লাঙ্গলের প্রার্থী জিততে পারেননি। নির্বাচনে অংশ নেওয়া অন্য ২৬টি দলের প্রার্থীদের মধ্যে মাত্র তিনজন জয়ের দেখা পেয়েছে।