চাখারে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মে অভিযান পরিচালিত হয়।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে চাখার বাজারে অবস্থিত চাখারে ডায়াগনস্টিক সেন্টারে বানারীপাড়া উপজেলার এক্সিকিউটিভ মাজিস্ট্রেট অন্তরা হালদার এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় বিভিন্ন অনিয়মসহ কোন সরকারি অনুমোদন না থাকায় চাখারে ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী আবু বকরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় বানারীপাড়া উপজেলার এক্সিকিউটিভ মাজিস্ট্রেট অন্তরা হালদার বলেন অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে তার এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সংবাদ শুনে চাখার বাজারের অধিকাংশ ফার্মেসি দোকান বন্ধ করে সটকে পড়েন যার দ্বারা প্রমাণিত হয় ঐ সকল দোকানে অবৈধ ওষুধ কিংবা মেয়াদোত্তীর্ণ ওষুধ বা মরনঘাতি বেজাল ওষুধ ছিল।