ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে জাপা থেকে অব্যাহতি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৪

কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

শুক্রবার (১২ জানুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ্তরায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন।

এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।