কক্ষে গোপন ক্যামেরা, গ্রেপ্তারের দিনই জামিন পেলেন উইমেন্স ওয়ার্ল্ডের মালিক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪

রাজধানীর ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ড নামের একটি বিউটি পার্লারের বিভিন্ন কক্ষে গোপনে সিসি ক্যামেরা লাগিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির মালিক ফারনাস আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে, দুপুরে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশনে ফারনাজ আলমকে আটক করা হয়।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবু তালেব গণমাধ্যমকে বলেন, ইমিগ্রেশন পুলিশ আমাদেরকে জানানোর পর আমরা তাকে পুলিশ হেফাজতে নিয়ে ঢাকা সিএমএম আদালতে পাঠিয়ে দেই। কিন্তু যেহেতু তিনি সন্তানসম্ভবা, তাই পুলিশ তাকে রিমান্ডে রাখার আবেদন করেনি।

এদিন ফারনাজ আলমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামি পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, ধানমন্ডিস্থ উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারের সেবাকক্ষে সিসি ক্যামেরা বসিয়ে গোপনে সেবাগ্রহীতাদের ভিডিও ধারণের অভিযোগ উঠে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৭ ডিসেম্বর প্রতিষ্ঠানটি থেকে তাসলিম আরিফ ইলিয়াস, এমদাদুল হাসান ও জুয়েল খন্দকার নামক তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ অভিযোগে করা মামলায় পার্লারের মালিক তাসলিমা চৌধুরী কনা আলম ও ফারনাজ আলমসহ এই পাঁচজনকে আসামি করা হয়।

Nagad

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, এক নারীর অভিযোগের ভিত্তিতে ২৬ ডিসেম্বর রাতে পার্লারে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ বিউটি পার্লারের চেঞ্জিং রুম ও অন্যান্য স্থানে স্থাপিত আটটি সিসিটিভি ক্যামেরা এবং আটটি ডিভিআর বক্স খুঁজে পায়।

ওসি বলেন, গ্রেপ্তারকৃত কর্মীরা দাবি করেছেন সিসিটিভি ক্যামেরাগুলো মালিকদের নির্দেশে স্থাপন করা হয়েছিল। তিনি জানান, ওই নারী কোনো মামলা করতে চাননি, তাই থানা থেকে মামলা করা হয়েছে।