ঝিনাইদহে মাদকসহ কারবারি আটক
ঝিনাইদহে মাদকসহ এক কারবারিকে আটক করেছে গোয়েন্দ পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কালীগঞ্জ থেকে ১৫০ পিচ ইয়াবাসহ আব্দুল হালিমকে আটক করা হয় ।
আটককৃত আব্দুল হালিম কালীগঞ্জের খয়েরতলা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।তাকে উপজেলার বড়ভাটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তি আমাদের একটা আভিযানিক দল বড়ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০পিচ ইয়াবাসহ আব্দুল হালিম নামের এক মাদক কারবারিকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে কালীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।