সুন্দরবনের পর্যটন খাতকে বিকশিত করতে মত বিনিময় সভা

বাগেরহাট (মোংলা প্রতিনিধি):বাগেরহাট (মোংলা প্রতিনিধি):
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪

সুন্দরবনের পর্যটন খাতকে বিকশিত করতে ষ্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভা করেছে টুরিস্ট পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) মোংলা বন্দরে হোটেল পশুরে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশ বাংলাদেশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার মোঃ আনসার উদ্দিন।

সভায় সুন্দরবনের পর্যটন খাতের নানা সমস্যf ও সমাধানের বিষয়ে নানা উপায় তুলে ধরেন, খুলনা বিশ্ব বিদ্যালয়ের ফরেষ্টি ও উডটেকনোলজি বিভাগের প্রফেসর ডা. ওয়াসিউল ইসলাম। এসময় সুন্দরবনের প্রতি পর্যটকদের আগ্রহ বাড়াতে করনীয় বিষয়ে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে বক্তব্য রাখেন,মোংলা পোট পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান,মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম,মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসানসহ বিভিন্ন ষ্টেক হোল্ডারগন।