বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি কাস্টমসের মূল লক্ষ্য: এনবিআর চেয়ারম্যান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪

সংগৃহীত ছবি

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি কাস্টমসের মূল লক্ষ্য জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন- নাগরিক জীবনের নিরাপত্তা বিধান ও আন্তর্জাতিক রুটে যাত্রী চলাচল সুগম করার ক্ষেত্রে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন-পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে কাস্টমস বাণিজ্য সহজীকরণ, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক জঙ্গিবাদ দমনে কাজ করছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ২০২২-২৩ অর্থবছরে আহরিত মোট ৩ কোটি ৩১ লাখ ৫০২ কোটি টাকা রাজস্বের মধ্যে ৯২ লাখ ৭৩২ হাজার কোটি এসেছে কাস্টমস থেকে। চলতি অর্থবছরের ডিসেম্বরে জাতীয় রাজস্ব বোর্ডের আহরিত মোট ১ কোটি ৬৫ লাখ ৫৯৯ কোটি টাকা রাজস্বের মধ্যে ৪৯ লাখ ৬৮ হাজার কোটি টাকা বাংলাদেশ কাস্টমস থেকে আহরণ করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় যার প্রবৃদ্ধির হার ৯ দশমিক ১৬ শতাংশ।

রহমাতুল মুনিম জানান, এবার কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘মিলে নবীন পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ জানুয়ারি) এনবিআর ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাণিজ্যে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠান ও এনবিআর কর্মকর্তাকে দেওয়া হবে ‘ডব্লিউ সার্টিফিকেট অব মেরিট-২০২৪’।

Nagad