নার্স হাফিজাকে গলা কেটে হত্যা, ছুরিসহ স্বামী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সংবাদদাতা:চুয়াডাঙ্গা সংবাদদাতা:
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪

চুয়াডাঙ্গার জীবননগরে হাফিজা খাতুন (৩৮) নামের এক সেবিকাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জীবননগর পৌর এলাকার মা নার্সিং হোম অ্যান্ড ক্লিনিকে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজা খাতুন একই উপজেলার বালিহুদা গ্রামের কবির হোসেনের স্ত্রী। তিনি ওই ক্লিনিকে দীর্ঘ ৮ বছর ধরে সেবিকা হিসেবে কর্মরত ছিলেন। ওই ঘটনায় অভিযুক্ত স্বামী কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ধারালো ছুরি।

পুলিশ জানায়, প্রথম স্বামীর সংসারে বিচ্ছেদের পর মা নার্সিং হোম এন্ড ক্লিনিকে নার্সের কাজ শুরু করেন হাফিজা। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন কবির হোসেনের সঙ্গে। গত কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গতকাল রাতে ক্লিনিকে ঢুকে হাফিজাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন কবির। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Nagad