আশুলিয়ায় মধ্যরাতে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪

সাভারের আশুলিয়ায় মধ্যরাতে হামলা চালিয়ে ব্যবসায়ীর বাড়ীর দেয়াল ও গেট ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মৌসুমী সুলতানা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ৩টার দিকে আশুলিয়ার বেরন মোল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো- আশুলিয়ার চিত্রশাইল কাঠালতলা এলাকার আব্দুল মোমিন (৩৬) ও তার বাবা শহিদ মিয়া (৫৫) সহ অজ্ঞাতনামা আরও ১০/১২জন।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আবুল কালাম (৪৫)। তিনি ডিএমপির বনানী থানাধীন আমতলী এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আশুলিয়া থানাধীন বেরন মোল্লা বাজার মসজিদের পাশে ৮.৫ শতাংশ জমি কিনে পাশাপাশি দুইটি বাড়ী নির্মাণ শেষ করেন। তবে তারা সপরিবারে ঢাকায় বসবাস করায় কেয়ারটেকার মোঃ আরিফুল ইসলাম তাদের এই বাড়ীর দেখা শুনা করেন। অভিযুক্ত মোমিন তার বিল্ডিং নির্মাণ কালে চাঁদা দাবী করলে ভুক্তভোগী বাদী হইয়া বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যা মোমিন জানার পর হইতে আরও বেপরোয়া হইয়া পড়ে। এর জের ধরে মোমিন ক্ষিপ্ত হয়ে গতকাল রাত ৩টার দিকে অজ্ঞাতনামা আরও ১০/১২ জন সহযোগী দের নিয়ে দা, লাঠি ছোরা, শাবল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করে এবং বাসার ভাড়াটিয়াদের সকলে রুমের বাহির হইতে ছিটকিনি লাগাইয়া দেয়। পরে ওই বাড়ীর বাউন্ডারি ওয়াপ ভাংচুর করে এবং বাড়ীর গেইট খুলে চুরি করে নিয়া যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী আবুল কালাম বলেন, গতকাল রাতে মোমিন তার দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে বাসার ভাড়াটিয়াগণ আমাকে ফোন দিয়ে জানালে আমি ৯৯৯-এ ফোন দেই। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়।আমি আমার বাড়ী-ঘর ভাংচুরের বিচার চাই। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তাই আগে থানায় একটি অভিযোগ দিয়েছি।

Nagad

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর খান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আসছি। এ বিষয়ে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।