যাত্রা করল ফ্যাশন ব্যান্ড মাইক্লোর, যা বললেন তাহসান
দেশের জনপ্রিয় গায়ক তাহসান খান। দেশে ও দেশের বাইরে রয়েছে অসংখ্য ভক্ত। তাঁর হাত ধরে যাত্রা করল ফ্যাশন ব্যান্ড মাইক্লোর নতুন শাখা।
শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে মাইক্লো বাংলাদেশের নবম আউটলেটটি উদ্বোধন করেন তিনি।


এ প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘এখন থেকে আমাকে নিয়মিত দেখতে পাবেন তৈরি পোশাকের ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশের সঙ্গে। আশা করি, ভালো কিছু হবে এবং নতুন চমক থাকছে।’
এর আগে তাঁকে প্রতিষ্ঠানটির বেশ কিছু ফটোশুটে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত মাইক্লোর ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং পরিচালক বাবু আরিফ বলেন, ‘এই প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের পোশাক এবং বিক্রয় সেবা প্রদানের পাশাপাশি বাংলাদেশের দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।
এর আগে ঢাকা ও নরসিংদীতে একযোগে আটটি শোরুম উদ্বোধনের মাধ্যমে দেশের ফ্যাশন বাজারে যাত্রা শুরু করে চমক সৃষ্টি করে নতুন ফ্যাশন ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশ।
এদিকে তাহসান খান জানান, খুব তাড়াতাড়ি তার গান আসছে। নতুন গানের কাজ করছেন বেশ কিছুদিন ধরে। অভিনয় প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেন, এখন আসলে বিরতি নিয়েছেন। আপাতত অভিনয় নিয়ে ভাবছেন না।
সময়-সুযোগমতো আবারও অভিনয় করবেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত মাইক্লোর ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং পরিচালক বাবু আরিফ আরও বলেন,আমি বিশ্বাস করি, দাম, মান ও চাহিদা বিবেচনায় সবার পোশাকের প্রিয় ব্র্যান্ডই নয়, বরং ফ্যাশনে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে মাইক্লো।’
জানা গেছে, উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। শিগগিরই আরও কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ মাইক্লো বাংলাদেশ।