আশুলিয়ায় ইয়াবাসহ কারবারি আটক
সাভারের আশুলিয়া অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুরুল হুদা (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)আবুল হাসান।


এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ দুরুল হুদা (৩৫) বগুড়া জেলার ধুনট থানার কুড়িগাতি গ্রামের মোঃ বজলার রহমানের ছেলে। সে আশুলিয়ার শ্রীপুর নতুন নগর এলাকার শফি মিয়ার বাড়ীর ভাড়া থেকে মাদক ব্যবসা করতো বলে জানা যায়।
পুলিশ জানায়, গতকাল রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার শ্রীপুর বাসষ্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নিচে পশ্চিম পাশে চন্দ্রাগামী মহাসড়ক সংলগ্ন ফুটপাত রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০১পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।