এআইইউবি উদ্যোগে ‘টেল অফ দ্য ডার্করুম সিজন ৩’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৪

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশর (এআইইউবি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে গত ২৬ ও ২৭ জানুয়ারি দুই দিনব্যাপী ফ্ল্যাগশিপ ইভেন্ট দ্যা টেল অফ দ্যা ডার্করুম (টিওডি) সিজন-৩ অনুষ্ঠিত হয়েছে।

এবারে প্রতিযোগিতায় বিশ্বের ২৬০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফারদের বিভিন্ন বিষয়ের ৮০৪৭ আলোকচিত্র জমা পড়ে। মোবাইলে তোলা ফটোগ্রাফি ক্যাটাগরিতে ৪২৩৯টি, ক্যামেরায় তোলা ফটোগ্রাফি ক্যাটাগরিতে ৩৩২৩টি এবং গল্প ক্যাটাগরিতে ৮১টি আলোকচিত্র জমা পড়ে। প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন ডা. আবদুস সামাদ আলীম, কুদরত ই খুদা, খন্দকার তানভীর মুরাদ এবং অনুষ্ঠানের কিউরেটর জুয়েল পল।

গত শুক্রবার শিল্পকলা একাডেমীর ন্যাশনাল আর্ট গ্যালারির গ্যালারি ৭ এ ১২৭টি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান মিস নাদিয়া আনোয়ার, ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও দর্শনার্থীরা।

সারাদিন. ৩ ফেব্রুয়ারি. আরএ