রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে লাইবেরিয়ার জাহাজ মোংলা বন্দরে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৪

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে ছেড়ে আসা লাইবেরিয়া পতাকা বাহী জাহাজ এমভি এসটি চোপিয়া মোংলা বন্দরে পৌঁছেছে। বিভিন্ন ধরণের মেশিনারী মালামাল নিয়ে আসা এ জাহাজটি শনিবার (৩ ফেব্রুয়ারী) রাত ৮ টায় বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং লাইন্স’র অপারেশন ম্যানেজার অসীম কুমার সাহা জানান, গত ৫ জানুয়ারী রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ২ হাজার ৪শত ৭৮ প্যাকেজের প্রায় ১ হাজার ৬শত ৮১ মে: টন মেশিনারী মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইবেরিয়ার পতাকা বাহী জাহাজ টি। এরপর আজ শনিবার রাত ৮ টায় জাহাজ টি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি এসটি চোপিয়া।

আমদানী করা ওইসব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।