নতুন করে জমি-বাড়ি কিনতে পারবে না খেলাপিরা
নতুন করে বাড়ি-গাড়ি ক্রয় ও ব্যবসা করতে পারবেন না ঋণখেলাপিরা। নিয়মিত ঋণ পরিশোধ না করলে তাকে ইচ্ছা খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। এসব ঋণখেলাপিরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন। তারা নতুন করে জমি, বাড়ি, গাড়ি কিনতে পারবেন না। নতুন ব্যবসাও খুলতে পারবেন না তারা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


খেলাপি ঋণ কমাতে আজকের সভায় আগামী ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ব্যাংক খাতের ঋণের হার আট শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ হয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর ঋণের হার যথাক্রমে ১০ শতাংশ ও পাঁচ শতাংশের নিচে নামিয়ে আনাসহ করপোরেট সুশাসন নিশ্চিতে সীমা অতিরিক্ত, বেনামি স্বার্থ সংশ্লিষ্ট এবং জালিয়াতি-প্রতারণার মাধ্যমে বিতরণ শূন্যতে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। এসব লক্ষ্য অর্জনে আজকের সভায় ১১ দফা রোডম্যাপ ঘোষণা করেছে ব্যাংকটি।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সভা শেষে এ তথ্য জানান ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।