বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক ৪টি বই

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৪

আইটি (ইনফরমেশন টেকনোলজি) তে ক্যারিয়ার করতে আগ্রহীদের সহায়তা করার লক্ষ্যে তিতাস সরকারের চারটি বই মেলায় পাওয়া যাচ্ছে ।

বইগুলো হলো: ক্যারিয়ার ইন আইটি, বেসিক টু অ্যাডভান্সড নেটওয়ার্কিং, মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং। ক্যারিয়ার ইন আইটি বইটিতে, আইটিতে কাজ করার সময় সবসময় আমরা যে সমস্যাগুলো সম্মুখীন হই সেগুলোর সমাধান দেওয়া রয়েছে, পাশাপাশি আইটির জব ইন্টারভিউ এর প্রশ্ন/উত্তর গুলো রয়েছে ।

‘বেসিক টু অ্যাডভান্সড নেটওয়ার্কিং’ বইয়ে বেসিক নেটওয়ার্কিংসহ সিসিএনএ পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে।
‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং’ বইটি লেখা হয়েছে মাইক্রোটিক রাউটার কনফিগারেশন নিয়ে। পাশাপাশি কিভাবে আপনার নেটওয়ার্ককে সিকিউয়ার করবেন ।

এছাড়া বর্তমান সময়ের আলোচিত বিষয় সাইবার নিরাপত্তা এবং হ্যাকিং নিয়ে তিতাস সরকার লিখেছেন ‘এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি’ বইটি। এ বইটিতে বিশেষভাবে ফোকাস করা হয়েছে সাইবার নিরাপত্তা ও সচেতনতার উপর।

বইগুলো নিয়ে তিতাস সরকার বলেন: বর্তমানে তরুণদের মাঝে আইটি পেশায় কাজের আগ্রহ বাড়ছে। তবে সঠিক দিকনির্দেশনা না পাওয়ায় অনেকেই জানেন না কীভাবে শুরু করতে হবে। তাদের কথা মাথায় রেখেই এ বইগুলো লেখা হয়েছে।

আদর্শ প্রকাশনীর ১৩৫-১৩৮ নং স্টল থেকে বইগুলো সংগ্রহ করা যাবে । এ ছাড়াও রকমারি ডটকম থেকেও বইগুলো সংগ্রহ করা যাবে।

Nagad