হৃদয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে কুমিল্লার দুর্দান্ত জয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

তাসকিন আহমেদের করা ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বল। দৌড়ে দুই রান নিলেন তাওহিদ হৃদয়। স্কোরবোর্ডে তার নামের পাশে তখন তিন অঙ্কের রান। ৫৩ বলে শতরান পূর্ণ করলেন কুমিল্লার এই টপ অর্ডার ব্যাটার। তার শতকে ভর দিয়ে দুর্দান্ত ঢাকার বিপক্ষে চার উইকেটের অসাধারণ জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার দেয়া ১৭৫ রান তাড়ায় নেমে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কুমিল্লা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে দলকে জিতিয়ে ক্রিজে অপরাজিত থাকেন হৃদয়।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না কুমিল্লার। তিবে এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কুমিল্লা। সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট দলটির। ঢাকার পক্ষে শরিফুল নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট পান আরাফাত সানি, ইরফান ও ডি সিলভা।

এর আগে ব্যাক হাতে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। আল ইসলামের বলে গেস্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডি সিলভা। ১৩ বলে ১৪ রান করেন এই ওপেনার। এক উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ায় ঢাকা। একাধিক ক্যাচ মিসের মাশুল গুনতে হয়েছে কুমিল্লাকে। ওপেনার নাঈম শেখ ও দুইয়ে নামা সাইফ হাসান মিলে ১১৯ রানের জুটি গড়েন।

অর্ধশতকের দেখা পান নাঈম ও সাইফ দুজনই। ১৭তম ওভারে কুমিল্লাকে ব্রেক থ্রু এনে দেন ম্যাথু ফোর্ড। একই ওভারে জোড়া উইকেট এনে দেন দলকে। প্রথমে সাইফকে পরিণত করেন লিটন দাসের ক্যাচে। ৪২ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৭ রান করেন সাইফ। ওই ওভারের পঞ্চম বলে হিট উইকেট হন নাঈম। তার আগে ৪৫ বলে নয়টি চার ও এক ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন তিনি।

শেষ দিকে অ্যালেক্স রসের ১১ বলে অপরাজিত ২১ রানের ক্যামিও এবং মেহরাবের আট বলে ১১ রানে বড় দিয়ে ঢাকা পায় বড় সংগ্রহের দেখা।

Nagad

কুমিল্লার পক্ষে চার ওভারে ৩৫ রানে তিন উইকেট শিকার করেন ফোর্ড। ২৯ রান দিয়ে এক উইকেট পান আল ইসলাম।