‘বেকারত্ব দূরীকরণে দক্ষ যুব সমাজ গড়তে কাজ করছে ডিইসি’
স্কিল ডেভেলাপমেন্ট সেল ও ডিইসি বাংলাদেশ এর আয়োজনে ৯ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি )নগরীর ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের ট্রেনিং রুমে Microsoft Excel এর উপর দিনব্যাপী প্র্যাক্টিক্যাল মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়।
ডিইসি সদস্য ইহতেশাম উদ্দিন আহমেদ এর সঞ্চালনায়, আট ঘন্টার এই মাষ্টারক্লাসে প্রশিক্ষক হিসেবে ছিলেন আর্জাস গ্রুপের একাউন্টস হেড এবং স্কিল ডেভেলাপমেন্ট সেল এর ট্রেইনার সৈকত বিশ্বাংগ্রী। এতে প্রায় ৩০ জন শিক্ষার্থী ও প্রফেশনাল অংশগ্রহণ করেন।


ডিইসি’র প্রতিষ্ঠাতা প্রকৌশলী সোমেন কানুনগো বলেন – দক্ষ যুব সমাজ গড়তে প্রতি মাসেই বিভিন্ন টপিকের উপর ডিইসি বাংলাদেশ প্র্যাক্টিক্যাল মাষ্টারক্লাস ও ওয়ার্কশপের আয়োজন করে থাকে, এতে করে প্রচুর শিক্ষার্থী ও প্রফেশনালগন উপকৃত হচ্ছে, পাশাপাশি তৈরি হচ্ছে দক্ষ যুব সমাজ।
মাষ্টারক্লাসের সমাপনী সেশনে প্রশিক্ষক সৈকত বিশ্বাংগ্রী বলেন, ডিইসি থেকেই আমার ক্যারিয়ারের সুচনা, মাইক্রোসফট এক্সেলে দক্ষতা থাকলে চাকরির অভাব হবে না, ব্যাংক টু কর্পোরেট সব জায়গায় প্রচুর কাজ রয়েছে, এবং ফ্রিল্যান্সিং করেও মাসে লাখ টাকা আয় সম্ভব। বিশেষ অতিথির বক্তব্যে ডিইসি’র এক্সিকিউটিভ সদস্য ও ইনকাম ট্যাক্স আইনজীবী আলী আজম শাহ এবং এশিয়াটেল চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আল ফারাবী বলেন – এক্সেল এমন একটি এপ্লিকেশন যেটার ব্যবহার সর্বত্র এবং সর্ববৃহৎ। আমাদের কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এক্সেল। এতে তামিম, রকিব, সাইমুন, মুন্নি, রাবেয়া, পাপ্পু দেব, সিফাত, অর্ঘ, অনিক, রাজদ্বীপ সহ ডিইসি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাষ্টারক্লাস শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।