মোংলায় কোস্টগার্ডের “পরিবার কল্যাণ সংঘ’র” বিভিন্ন উপকরণ বিতরণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

মোংলায় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা এনেক্স সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ।

এসময় তিনি গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২টি গরু, ৮টি ভ্যান গাড়ি, নারীদের মধ্যে ৮টি সেলাই মেশিন এবং ১২জন অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

এছাড়াও গরীব, অসহায় ও বিধবা নারীদের নকশি কাঁথা, আলপনা এবং মৃৎ শিল্প প্রশিক্ষণ পরিদর্শন করেন পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ। হত-দরিদ্র এ সব পরিবার উপকরণ গুলি পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময় কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর হতে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Nagad