চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৪

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এর বায়েজিদ বোস্তামির চৌধুরী নগর এলাকায বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সহযোগিতায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ প্রদান করা হয়।

বিগত ৩ বছর ধরে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া সমাজের অসচ্ছল ও অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সুনিচ্ছিত করার লক্ষে চট্টগ্রাম এর বিভিন্ন স্থানে নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প করে চলেছেন।

ডা. বিদ্যুৎ বড়ুয়া ২০২০ সালে করোনা মহামারীতে করোনা রোগীদের সেবার জন্য ১৪ দিনে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল করে সাধারণ মানুষের সেবক হিসেবে পরিচিত লাভ করেছেন। সাধারণ মানুষের সেবা নিয়মিত ভাবে তিনি করার লক্ষে স্বাস্থ্য সেবা প্রদান করছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল এর কমান্ডার মুক্তিযোদ্দা মোজাফ্ফর আহমেদ, কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, যুদ্ধাহত মুক্তিযোদ্দা খোরশেদ এলাম, ইঞ্জিনিয়ার নুরুল আমিন ও সমন্বয়ক সোহরাব উপস্থিত থেকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সামাজিক কাজের প্রশংসা করেন। আজ প্রায় শতাধিক রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বি এস আর এম এর সার্বিক পৃষ্টপোষকতায় স্বাস্থ্য সেবা কার্যক্রমে ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা. সামিউল, ডা. সৈকত বড়ুয়া মুন্না, ডা. মিরাজ, অজয় কর, ফয়সাল, ইঞ্জিনিয়ার রানা প্রমিত, ইমতিয়াজ, আফসানা আলম আঁখি, হাসান রাকিব
কামরুল হাসান, জায়েদ শামীম, জনি, অন্তল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া এলবিয়ন, হোম হাসপাতাল সহযোগিতা করেন।

সারাদিন। ২৩ ফেব্রুয়ারি। আর

Nagad