চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪

ফাইল ছবি

কারাবাও কাপের ফাইনালে নাটকীয়তায় ভরা এক ম্যাচ দেখল দর্শকরা। রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে গোল পায় লিভারপুল। ম্যাচের ১১৮তম মিনিটে এসে সিমিকাসের কর্নার থেকে ভাসিয়ে দেওয়া বল লাফিয়ে উঠে হেড করেন ভার্জিল ফন ডাইক। এতেই ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে ফেটে পড়ে পুরো অল রেড শিবির।

এতেই চেলসিকে ১-০ গোলে হারিয়ে লিগ কাপের চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। এ নিয়ে রেকর্ড দশমবার এই আসরের শিরোপা ঘরে তুলল তারা। আটবার জিতে তালিকার পরের অবস্থানে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে চলেছে ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। এই সময়ের ভেতর কোনো গোলও আসেনি। তবে অতিরিক্ত সময়ে দাপুটে ফুটবল খেলে লিভারপুল।

১১৮ মিনিটে ভার্জিল ফন ডাইকের নৈপুণ্যে গোল পেয়ে যায় লিভারপুল। কর্নার থেকে আসা বলে দারুণ হেডে বল জালে পাঠান ফন ডাইক। তাতে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলার আনন্দে মাতে লিভারপুলের ফুটবলাররা। এর আগে অবশ্য ৬২ মিনিটে একবার বল জালে পাঠিয়েছিলেন ফন ডাইক। কিন্তু ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয় সেই গোল।