করোনায় আক্রান্ত হলেন ডিবিপ্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি )রাতে নিজের ফেসবুক পেজে এই তথ্য জানান ডিবিপ্রধান।

হারুন অর রশীদ ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘হঠাৎ করেই করোনা পজেটিভ। সবার কাছে সুস্থতার জন্য দোয়া চাই।’

জানা গেছে, সোমবার রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন হারুন অর রশীদের। আপাতত বাসায় থেকেই করোনার চিকিৎসা নিচ্ছেন তিনি।

২০২২ সালের ১৩ জুলাই থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন হারুন অর রশীদ। ২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তাঁর।

এদিকে, আজ (মঙ্গলবার) থেকে পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে সকাল সাড়ে ১০টায় পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কথা ছিল হারুনের।

Nagad