বিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক দীন মো. নূরুল হক

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক। তিনি ১২তম উপাচার্য হিসেবে বিএসএমএমইউতে দায়িত্ব পালন করবেন।

সোমবার (৪ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক নূরুল হক বলেন, আমাকে কিছুক্ষণ আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আমি এখন মন্ত্রণালয়ে আছি। মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয় জানিয়েছেন যে, এ বিশষে সার-সংক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে।

অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাবো। আমার লক্ষ্য থাকবে এই বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের মধ্যে না, এই অঞ্চলের মধ্যে যেনো একটা সেরা প্রতিষ্ঠান হয় সেই চেষ্টা করা।

এর আগে, আন্তর্জাতিক মানের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. দীন মোহাম্মদ নূরুল হক স্বাস্থ্য অধিদফরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালেরও।

Nagad