যেকোনো পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকারকে পতন ঘটাতে ঐক্যের বিকল্প নেই। তাই যেকোনো পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় তিনি বলেন-নেতাকর্মীরা এত কিছুর পরও মনোবল হারায়নি। তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যুদ্ধ করতে প্রস্তুত।

শনিবার (৯ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীরা উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, মনোবল ঠিক রাখতে হবে। নিজেদের মধ্যে গণতন্ত্রের বিকাশ ঘটাতে হবে। যন্ত্রনা সহ্য করতে হচ্ছে, আরও সহ্য করতে হবে। তবে, আদোলন সফল হবেই।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলের কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা নিয়ে মির্জা আব্বাস বলেন, এটা একটি আন্তর্জাতিক অনষ্ঠান। সারাবিশ্বে এ দিবস পালিত হচ্ছে। অথচ আমাদের পালন করতে দেয়নি এ সরকার। যিনি বাধা দিলেন তিনি একজন নারী।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশে সঙ্গে সংঘর্ষ নিয়ে তিনি বলেন, ৮ অক্টোবর বিএনপির ওপর নারকীয় নির্মম ও বর্বরোচিত হামলা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাত্তরেও এমন নির্যাতন হয়নি।

Nagad