বাংলাদেশের স্বপ্ন শেষ, টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কী দুর্দান্ত লড়াই করেছিল বাংলাদেশ। ২০০-র বেশি রান তাড়ায় মাত্র তিন রানে হার। তার ঝাল মিটিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের রীতিমতো উড়িয়ে দেন শান্ত-হৃদয়রা। আজকে সিরিজ জিততে হলে ১৭৫ রান করতে হবে। লক্ষ্যটা খুব বেশি বড় নয়। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ১৭০ রান পাড়ি দিয়েছিলো ১১ বল হাতে রেখে। আজ না হয় ৫ রান বেশি; কিন্তু ১৭৫ রান তাড়া করতে নেমে ৪র্থ ওভারেই বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়।

স্বপ্ন শেষ করে দেন নুয়ান থুসারা। ১৯ বছর বয়সী এই লঙ্কান পেসারের বোলিং স্টাইল পুরোপুরি লাসিথ মালিঙ্গার মতো। ওভারের প্রতিটি বলই ইয়র্কার লেন্থের দেয়ার চেষ্টা করেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজও টস জিতে বোলিং বেছে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে ১৭৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ১৯.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১৪৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৭৪/৭ (ধনঞ্জয়া ৮, কুশল ৮৬, কামিন্দু ১২, হাসারাঙা ১৫, আসালাঙ্কা ৩, ম্যাথুস ১০, শানাকা ১৯, সামারাবিক্রমা ৭* ; শরিফুল ৪-০-২৮-১, তাসকিন ৪-০-২৫-২, শেখ মেহেদি ৩-০-২২-০, মুস্তাফিজ ৪-০-৪৭-১, রিশাদ ৪-০-৩৫-২, সৌম্য ১-০-১১-০)।

বাংলাদেশ : ১৯.৪ ওভারে ১৪৬/১০ (লিটন ৭, সৌম্য ১১, শান্ত ১, হৃদয় ০, মাহমুদউল্লাহ ০, জাকের ৪, মেহেদি ১৯, রিশাদ ৫৩, তাসকিন ৩১, শরিফুল ৪, মুস্তাফিজ ৭*; ম্যাথুস ১.১-০-৫-০, ফার্নান্দো ৪-০-৩৯-০ , ধনঞ্জয়া ০.৫-০-২-১ , থুসারা ৪-১-২০-৫, হাসারাঙা ৪-০-৩২-২, থিকসানা ৪-০-৩৫-১, শানাকা ১.৪-০-১১-১)।

Nagad

ফল : শ্রীলঙ্কা ২৮ রানে জয়ী।