গুলশানে ‘হকার ও ফুটপাত দখলের বিরুদ্ধে’ উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৪

পবিত্র রমজান মাসে গুলশানের রাস্তা ও ফুটপাতের ওপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও হকার উচ্ছেদের মাধ্যমে জনসাধারণের হাঁটার পথ দখলমুক্ত করতে গুলশান সোসাইটিকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন- গুলশান ডিভিশন-এর নেতৃত্বে গুলশান সোসাইটির কমিউনিটি পুলিশ।

বুধবার (১৩ মার্চ) রাজধানীর গুলশানে এ অভিযান চলে। বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গুলশানের সহকারী পুলিশ সুপার, প্যাট্রোল-মেহেদি হাসান শাকিল।


এ সময় তিনি গণমাধ্যমকে বলেন- গুলশান এলাকায় বিভিন্ন স্থানে হকার ও ফুটপাত দখলের বিরুদ্ধে গুলশান সোসাইটিকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযান চলছে। এ সময় আমরা গুলশান-১ এর গুদারা-ঘাটসহ গুলশানের ১, ৩, ৫, ৮, ৯ নং রোডে অভিযান পরিচালনা করেছি।

অভিযানে গুলশান সোসাইটির কনভেনার সৈয়দ আলমাস কবির, মহিলা ভাইস প্রেসিডেন্ট ইসরাত আহমেদ, কনভেনার (জোন- ১) মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।

সারাদিন. ১৩ মার্চ. আর

Nagad