লড়াকু পুঁজি শ্রীলঙ্কার, জিততে বাংলাদেশের দরকার ২৩৬ রান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪

সিরিজ নির্ধারণ ম্যাচে সফরকারী শ্রীলঙ্কা দলকে দুই শ রানের নিচে আটকে দেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে একপ্রান্ত ধরে খেলা জানিথ লিয়ানগেকে থামাতে পারেননি স্বাগতিক বোলাররা। লঙ্কান ডানহাতি ব্যাটার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১০১ রানে অপরাজিত থাকেন। লিয়ানাগের অপরাজিত ১০২ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে লড়াই করার মতো ২৩৫ (অলআউট) রানের পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৩৬ রান।

আজ সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৮ বলে ১ রান করা লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরত পাঠান তাসকিন।

১৫ রানে দুই ওপেনারকে হারানোর পর অধিনায়ক কুশল মেন্ডিস আর চারে নামা সাদিরা সামারাবিক্রমার ব্যাটে চড়ে পাওয়ার প্লে শেষ করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে ৪২ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তাসকিন। ২টি করে উইকেট নেন মেহেদী ও মোস্তাফিজ।