ঢাকায় ভুটানের রাজা জিগমে খেসার
চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। রাজার সঙ্গে রানি এবং রাজ পরিবারের সদস্যরাও বাংলাদেশে এসেছেন।
সোমবার (২৫ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় বিমানবন্দরে ভুটানের রাজাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


এর আগে বুধবার (১৩ মার্চ) ভুটানের রাজার বাংলাদেশ সফরসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন ২০২১ এর ধারা ২ এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে ভুটানের রাজাকে আগামী ২৫ থেকে ২৯ মার্চ বাংলাদেশ সফর কালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করল।