শিল্পকলায় হাসান মাহাদীর গান ও কবিতার আসর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪

কবিতার দৃপ্ত উচ্চারণ আর গানের সুর-মূর্ছনায় শিল্পকলা একাডেমির বসন্তের সন্ধ্যাকে অনন্য করে তুললেন বাচিকশিল্পী ও গায়ক হাসান মাহাদী। গান ও কবিতার যুগলবন্দি মুগ্ধতা ছড়ালেন এই শিল্পী। আবৃত্তি সংগঠন বৈঠক-এর আয়োজনে গতকাল রাতে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় গান ও কবিতার ব্যতিক্রমী এই আসর। এর মধ্যে বিকালে ছিল কবিতা আর রাতে গানের আসর।

প্রথম পর্বে ‘কবিতায় অবগাহন’ শিরোনামে তিনি আবৃত্তি করেন রবীন্দ্র-নজরুল থেকে শুরু করে এই সময়ের বরেণ্য কবিদের কবিতা।

আবৃত্তির দৃপ্ত উচ্চারণে তিনি দেশ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, প্রকৃতি, প্রেম, দ্রোহ ও রম্য কথামালা ছড়িয়ে দেন। এরপর রাতে ‘ব্যথা ভরা বাসনা’ শিরোনামের একক সংগীতের আসরে শিল্পী গেয়ে শোনান- লালনগীতি, হাছন রাজার গান, শাহ আবদুল করিমের গান, বিজয় সরকারের গান এবং যশোরের বেশ কিছু আঞ্চলিক গান।

দরাজ কণ্ঠের কবিতার দৃপ্ত উচ্চারণ ও জাদুমাখা সুরের মূর্ছনায় অনুষ্ঠানে আসা শিল্পরসিকরা মুগ্ধ হন।