কুড়িগ্রামে ফেন্সিডিল সহ মাদক কারবারী গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ধানের বস্তায় বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচারের সময় মোহাম্মদ নাদিম (৩০) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টিম শুক্রবার দুপুরের দিকে ভূরুঙ্গামারী খামার পত্র নাবিস ঘাটের পার এলাকায় অভিযান পরিচালনা করে একটি অটোগাড়িতে অভিনব কায়দায় তিনটি ধানের বস্তার মধ্যে নয়টি ছোট ছোট বস্তায় ফিটিংকৃত অবস্থায় ২৯৪ বোতল ফেনসিডিলসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি ভূরুঙ্গামারী পশ্চিম ভোটহাট এলাকার বাসিন্দা।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, আমরা একের পর এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেই যাচ্ছি। গ্রেপ্তারকৃত মাদক কারবারি নাদিম অভিনব কায়দায় ধানের বস্তার আড়ালে ফেন্সিডিল পরিবহনের চেষ্টা করেছিলো।

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Nagad