ট্রেনে নাশকতা বা সহিংসতার কোনো তথ্য নেই : র‌্যাব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

ট্রেনে নাশকতা বা সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন-রেলের যাত্রী ভোগান্তির জন্য যদি একজন দালালও পাই কঠোর ব্যবস্থা গ্রহণ করব। দালালদের দৌরাত্ম ও ট্রেনের কালোবাজারির সঙ্গে জড়িত যারা তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে এসেছি। দেশের বিভিন্ন বড় স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। শতাধিক কালোবাজারিকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন-রেলের যাত্রী ভোগান্তির জন্য যদি একজন দালালও পাই কঠোর ব্যবস্থা গ্রহণ করব। দালালদের দৌরাত্ম ও ট্রেনের কালোবাজারির সঙ্গে জড়িত যারা তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে এসেছি। দেশের বিভিন্ন বড় স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। শতাধিক কালোবাজারিকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খন্দকার আল মঈন আরও বলেন, যাত্রীদের প্রতি অনুরোধ নিয়মতান্ত্রিকভাবে ট্রেনে চলাচল করুন। নিজের জীবনের ঝুকি নিয়ে ভ্রমণ করবেন না। সাইবার ওয়াল্ডেও নজরদারি চলছে। যে কোনো ঝুঁকি মোকাবিলা করার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফাঁকা ঢাকার নিরাপত্তায় মোটরসাইকেল প্যাট্রোল টিম ও টহল র‌্যাব রাখা হয়েছে।