চ্যাম্পিয়নস লিগ: বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

সংগৃহীত ছবি

রোমাঞ্চে ভরপুর, উত্তেজনা ও নাটকীয়তায় ঠাসা এক ম্যাচ জিতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজি। এদিন পিএসজির মাঠে প্রথম লেগে জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফিরতি লেগে খেলতে নেমেছিল বার্সেলোনা। শুরুতে তারা এগিয়েও গিয়েছিল। তবে প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হয় কাতালানরা। এরই সুযোগ কাজে লাগিয়ে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিল লুইস এনরিকের শিষ্যরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে আসরের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সার মাঠে পিএসজি জয় পায় ৪-১ গোলে। যেখানে দুই লেগ মিলিয়ে একটা পর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়া প্যারিসের দলটি শেষ পর্যন্ত ৬-৪ গোলের অগ্রগামিতায় পৌঁছে গেল শেষ চারে।

এদিন ফিনিয়া শুরুতে বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের আধা ঘন্টার আগেই লাল কার্ড দেখেন ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। প্রথমার্ধেই পিএসজির হয়ে ম্যাচে সমতা টানেন উসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধে ভিতিনিয়া দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

আরাউহোর পাশাপাশি বার্সেলোনা কোচ জাভি এবং তাদের সাপোর্ট স্টাফের আরও এক সদস্য লাল কার্ড দেখেন এই ম্যাচে। এর আগে প্রথম লেগে পিএসজির মাঠে ৩-২ গোলে জিতেছিল কাতালান দলটি।

বার্সেলোনা রক্ষণ সামলে প্রথমবার আক্রমণে গিয়েই অবশ্য বাজিমাত করে ১২ মিনিটে। ডান প্রান্ত দিয়ে লামিন ইয়ামাল বল নিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করলে সেই বল দারুণভাবে জালে পাঠান রাফিনিয়া।

পিছিয়ে পড়া পিএসজি হন্যে হয়ে গোলের খোঁজ করতে থাকে। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের পর পর দুটি প্রচেষ্টা আলোর মুখ দেখেনি।

Nagad

সেমিফাইনালে পিএসজির প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। দুই লেগ মিলিয়ে আতলেতিকো মাদ্রিদকে ৫-৪ গোলে হারিয়ে শেষ চারের টিকেট পেয়েছে জার্মান দলটি।