মহেশপুর বিজিবির হাতে সাড়ে ৩ কোটি টাকার সোনাসহ দুই ভাই আটক

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪

ঝিনাইদহের মহেশপুরে ৩টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে ৫৮ বিজিবি ।

রবিবার (২৯ এপ্রিল) ২টার দিকে উপজেলার নগরবন্নী এলাকার মাদ্রাসার সামনে এ উদ্ধার অভিযান পরিচালিত হয় ।

মহেশপুরব্যাটালিয়ন (৫৮বিজিবি) এরঅধীনস্থব্যাটালিয়নসদরেরবিশেষটহলদলকর্তৃক০২জনআসামীসহ০৩টিস্বর্ণেরফ্লাটবার (৩কেজি৫৫৮গ্রাম) আটকপ্রসংগে

আটককৃতরা দুই ভাই হলো- ঝিনাইদহের মহশেপুর উপজেলার জুলুলী সুন্দরপুর গ্রামের বদিয়ার মন্ডলের দুই ছেলে জুয়েলরানা (২৭) ও মোঃ সুমন (২৩)।

৫৮ বিজিবির অধিনায়ক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানাতে পারে যে জুলুলী এলাকা দিয়ে স্বর্ণ পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে । সে কারণে তারা নগরবন্নী এলাকার মাদ্রাসার সামনে এ্যাম্বুশ করে অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে দুই জন সীমান্তের দিকে যাচ্ছে দেখে তাদের গতিরোধ করে । বিভিন্ন প্রশ্নের পর সন্দেহ হলে তাদের শরীর সার্চ করলে কোমরের মধ্যে থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একটি প্যাকেট বেরিয়ে আসে । সেই প্যাকেট পরীক্ষা করলে ৩ টি স্বর্ণের বার পাওয়া যায় ।

তিনি আরো জানান, স্বর্ণের বার ৩টির ওজন ৩কেজি ৫৫৮গ্রাম । যার আনুমানিক মূল্য ৩,৩২,৪৯,৪৮৫/- । শুল্ককর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখায় আটককৃত আসামীদেরকে গ্রেফতার করে মহেশপুর থানায় হন্তান্তর করা হয়েছে । তাদের বিরুদ্ধে পাচারের মামলা দায়ের করা হয়েছে ।স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে

Nagad