বায়ার্নকে বিদায় করে ফাইনালে রিয়াল মাদ্রিদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৪

প্রথম লেগে ২-২ গোলে ড্র। ফিরতি লেগে ঘরের মাঠে ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে। রিয়াল মাদ্রিদের আশা প্রায় শেষ। দর্শকরাও হতাশ হয়ে পড়লেন। এবার আর সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হলো না। অল জার্মান ফাইনালই হতে যাচ্ছে তাহলে। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বায়ার্ন মিউনিখ!

কিন্তু ফুটবলে কত কিছুই না ঘটে! শেষ মুহূর্তেও পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে। সে আশাতেই হয়তো ছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তাকে হতাশ করেনি রিয়াল মাদ্রিদ। শেষ দুই মিনিটের ব্যবধানে অবিশ্বাস্য দুই গোল করে বসলো তারা। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে বদলি নামা জোসেলু কয়েক মিনিটের ব্যবধানে করলেন জোড়া গোল। সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প তৈরি করে ফাইনালে উঠে গেলো রিয়াল। বুধবার (৮মে) সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতে ৪-৩ গোলের অগ্রগামিতায় ওয়েম্বলির টিকিট কাটলো রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা।

আগামী ১ জুন ১৫তম শিরোপার লক্ষ্যে মাঠে নামবে রিয়াল। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে বরুসিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার তারা পিএসজিকে বিদায় করে ফাইনালে নাম লেখায়।