সকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজলো রাজধানী, স্বস্তি
এপ্রিলের দাবদাহ কাটিয়ে ফের কয়েকদিন ধরে চলা তাপপ্রাবাহের কারণে হাঁসফাঁস করছিলেন রাজধানীবাসী। জলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়িয়ে দিচ্ছিল কয়েকগুণ। এই অবস্থায় রাজধানীতে শনিবার (১৮মে) সকাল থেকে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর তাতে নগরজীবনে কিছু হলেও নেমে এসেছে স্বস্তি। এদিকে দেশের ছয় বিভাগে ঝড়-শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (১৮ মে) সন্ধ্যা পর্যন্ত সারাদেশেই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এরপর চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায়, ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি।


ফলে রবিবার (১৯ মে) থেকে তাপপ্রবাহ কিছু এলাকায় কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে রাজধানীর নতুনবাজার, বাড্ডা, রামপুরাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কোথায় ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি। এ নিউজ লেখা পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে। মনে হয়-এই বুঝি নামবে ঝুম বৃষ্টি।
এদিকে বৃষ্টি প্রশান্তি আনলেও অফিসগামী ও শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। অধিকাংশ মানুষ ছাতা নিয়ে বের না হওয়ায় বৃষ্টি কিছুটা ভিজিয়েছে। তবে বৃষ্টি নামায় সবাই স্বস্তিবোধ করেছেন।