কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল্লাহ (২৪), মতিন (৩৫), চাঁন মিয়া (২৮) ও আয়নাল (২৫)।
রোববার (২০মে) রাতে অভিযান চালিয়ে আড়াইহাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।


এ সময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইলসহ একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শাবল, একটি দা, দুটি রামদা ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়-বলেও জানানো হয়।
গত ১৫ মে রাত আড়াইটার দিকে আড়াইহাজার এলাকায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে।
এরপর ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আড়াইহাজার থানায় একটি মামলা করেন। এতে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়।